মুম্বই, 25 ফেব্রুয়ারি: আগেও বলেছিলেন ৷ ফের একবার মহেন্দ্র সিং ধোনির প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিরাট কোহলি ৷ প্রায় তিনবছর বাইশ গজে খারাপ সময় কাটানোর সময় পরিবার ছাড়া কেবল তাঁর প্রাক্তন অধিনায়ককে পাশে পেয়েছিলেন বলে জানালেন বিরাট (MS Dhoni Only Person to Reaches Out Virat Kohli) ৷ একমাত্র এমএস ধোনিই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই খারাপ সময়ে, জানালেন বিরাট ৷ আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবি-র পডকাস্টে একথা শেয়ার করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷
উল্লেখ্য, 2019 সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে কেরিয়ারের 70তম সেঞ্চুরিটি করেছিলেন বিরাট ৷ পরবর্তী সেঞ্চুরি পেতে প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁকে ৷ সেই প্রতিক্ষার অবসান হয় 2022 সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ চলাকালীন ৷ এরপর 2023 সালে 4টি ওয়ান-ডে'র মধ্যে 3টি সেঞ্চুরি করেন মর্ডান ডে গ্রেট ৷ কিন্তু মাঝের সেই 3 বছরের দীর্ঘ সময়ে বিরাটকে বহু সমালোচনার মধ্যে পড়তে হয়েছে ৷ তাঁর বড় রান না করা, ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও আউট হয়ে যাওয়া নিয়েও বিশেষজ্ঞদের সমালোচনার শিকার হতে হয় 'দিল্লি বয়'কে ৷ এমনকী এই সময়কালে একে একে তিনটি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরতে হয় বিরাটকে ৷
সেই সময় তাঁর পাশে হাতে গোনা কয়েকজনকে পেয়েছিলেন বিরাট কোহলি ৷ যাঁর মধ্যে স্ত্রী অনুষ্কা শর্মা অবশ্যই প্রথমজন ৷ পাশে পেয়েছিলেন ছোটবেলার কোচ এবং অবশ্যই মহেন্দ্র সিং ধোনিকে ৷ বিরাট পডকাস্টে বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সময় অনুষ্কা আমার অন্যতম চালিকা শক্তি ছিল ৷ কারণ ওই একমাত্র সেই সময় সর্বক্ষণ আমার সঙ্গে থাকত ৷ ও আমাকে খুব কাছ থেকে দেখেছে ৷ আমি কী অনুভব করছিলাম, আমার সঙ্গে কী হচ্ছিল, সেটা ও জানত ৷’’