অমরোহা, 23 নভেম্বর:গত19 নভেম্বর বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার ৷ সদ্য সমাপ্ত বিশ্বকাপে 10টি ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছে রোহিত শর্মা ব্রিগেড ৷ নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন ৷ ম্যাচ শেষে অজি-অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী ৷ টিম ইন্ডিয়ার সকল সদস্যদের সঙ্গে দেখা করে পিঠ চাপড়ে 'সাবাশি' দেন তিনি ৷ মনোবল বাড়াতে ক্রিকেটারদের একে-অপরকে পাশে থাকার বার্তা দেন তিনি ৷ সাজঘরে প্রধানমন্ত্রী সঙ্গে সেই সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন মহম্মদ শামি ৷
বাড়ি ফিরে উত্তরপ্রদেশের অমরোহায় প্রধানমন্ত্রী সাক্ষাৎ নিয়ে শামি জানালেন, প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে ৷ এদিন তিনি আরও বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়ে আমরা ম্যাচ হেরে গিয়েছিলাম। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন আপনাকে উৎসাহ দেন, সেটা অন্যরকম মুহূর্ত। যখন আপনার মনোবল কমে যায়, তখন প্রধানমন্ত্রী তোমার সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়বেই।" উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে সেদিনের সাক্ষাতের পর শামির এক্সে (টুইট) ধন্যবাদও জানিয়েছিল মোদিকে ৷