পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে', ড্রেসিংরুম-সাক্ষাৎ প্রসঙ্গে বললেন শামি - ড্রেসিংরুমে সাক্ষাৎ প্রসঙ্গে বললেন শামি

Mohammed Shami on PM Modi: বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমে সকলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী ৷ এ নিয়ে মহম্মদ শামি জানালেন, এক অন্যরকম মুহূর্ত ৷ আর প্রধানমন্ত্রী যদি সঙ্গে থাকে তাহলে আত্মবিশ্বাস তো বাড়বেই ৷

বাঁ-দিকে মহম্মদ শামি, ডানদিকে মোদি জড়িয়ে ধরেছেন শামিকে
Shami on PM Mod

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 5:10 PM IST

Updated : Nov 23, 2023, 5:46 PM IST

অমরোহা, 23 নভেম্বর:গত19 নভেম্বর বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার ৷ সদ্য সমাপ্ত বিশ্বকাপে 10টি ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছে রোহিত শর্মা ব্রিগেড ৷ নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন ৷ ম্যাচ শেষে অজি-অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী ৷ টিম ইন্ডিয়ার সকল সদস্যদের সঙ্গে দেখা করে পিঠ চাপড়ে 'সাবাশি' দেন তিনি ৷ মনোবল বাড়াতে ক্রিকেটারদের একে-অপরকে পাশে থাকার বার্তা দেন তিনি ৷ সাজঘরে প্রধানমন্ত্রী সঙ্গে সেই সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন মহম্মদ শামি ৷

বাড়ি ফিরে উত্তরপ্রদেশের অমরোহায় প্রধানমন্ত্রী সাক্ষাৎ নিয়ে শামি জানালেন, প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে ৷ এদিন তিনি আরও বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়ে আমরা ম্যাচ হেরে গিয়েছিলাম। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন আপনাকে উৎসাহ দেন, সেটা অন্যরকম মুহূর্ত। যখন আপনার মনোবল কমে যায়, তখন প্রধানমন্ত্রী তোমার সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়বেই।" উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে সেদিনের সাক্ষাতের পর শামির এক্সে (টুইট) ধন্যবাদও জানিয়েছিল মোদিকে ৷

শামি লিখেছিলেন, "দুর্ভাগ্যবশত গতকাল আমাদের দিন ছিল না, পুরো টুর্নামেন্টে আমাদের দল এবং আমাকে সমর্থন করার জন্য আমি সমস্ত ভারতীয়দের ধন্যবাদ জানাতে চাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ৷ বিশেষ করে নরেন্দ্র মোদির ড্রেসিংরুমে আসা এবং আমাদের মনোবল বাড়ানোর জন্য তাঁকে ধন্য়বাদ ৷ ব্যর্থতা কাটিয়ে আমরা ফিরে আসব!"

সম্প্রতি এক সাক্ষাৎকারে মহম্মদ শামি পাকিস্তানের করা নানা বিরূপ প্রতিক্রিয়া নিয়েও মুখ খুলেছেন ৷ তিনি বলেন, "পাকিস্তানের কিছু ক্রিকেটারের মনে হয় আমার সাফল্য হজম হচ্ছে না। তাঁদের মাথায় রয়েছে একটাই কথা, আমরাই সেরা। তাঁদের বলতে ইচ্ছা করে, সেরা পারফরম্যান্সের বিচারে হয়। কেউ সবসময়ের জন্য সেরা হয় না।"

আরও পড়ুন:

  1. 'খেলোয়াড় হিসাবে বলছি...' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রেসিং রুমের 'পেপটক' নিয়ে সরব বিশ্বজয়ী কীর্তি
  2. 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'
  3. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার
Last Updated : Nov 23, 2023, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details