পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Manoj Tiwary : প্রশাসন এবং ক্রিকেটে ভারসাম্য রেখে মনোজের চোখে রণজি জয়ের স্বপ্ন

কাঁধে রাজ্য প্রশাসনের দায়িত্ব সামলানোর কাজ আছে । সবদিক ব্যালেন্স করে রণজি ট্রফিকে সামনে রেখে রোজই অনুশীলনে নেমে পড়ছেন মনোজ ৷

manoj-tiwary
manoj-tiwary

By

Published : Aug 2, 2021, 6:44 AM IST

কলকাতা, 2 অগস্ট : অনুশীলনে ডুবে আছেন মন্ত্রী মশাই । বাংলার ফিটনেস ক্যাম্পে প্রতিদিন ঘণ্টা পাঁচেক কঠোর অনুশীলন করছেন মনোজ তিওয়ারি । বর্তমান বাংলা দলের শিবিরে সবচেয়ে সিনিয়র ক্রিকেটারটি এখন শুধুই খেলোয়াড় নন । কাঁধে রাজ্য প্রশাসনের দায়িত্ব সামলানোর কাজ আছে । কিন্তু 22 গজেই তাঁর প্রথম পরিচয় ৷ তাই সবদিক ব্যালেন্স করে রণজি ট্রফিকে সামনে রেখে রোজই অনুশীলনে নেমে পড়ছেন মনোজ ৷

কিভাবে দুদিক সামলাচ্ছেন ? রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন, "আমি যখন মাঠে নামি তখন কেবলমাত্র আমি খেলোয়াড় । গত মরসুম পর্যন্ত আমি বাংলার হয়ে খেলেছি । ঘরোয়া ক্রিকেটের টি-20 ক্রিকেট খেলেছি । কিন্তু পঞ্চাশ ওভারের খেলা থেকে চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলাম । এরপর রাজনীতিতে যোগ দিয়েছি । যখন আমি আমার বিধানসভা অঞ্চলে থাকি তখন মানুষের কাজ করার ভাবনা মাথায় থাকে । এইভাবেই দুই ভূমিকায় ভারসাম্য রেখে চলেছি । উপরওয়ালার আশীর্বাদ রয়েছে আমার উপরে ।"

করোনার দাপটের মাঝেই গত মরসুমে সীমিত ওভারের খেলার আয়োজন করেছিল ভারতীয় বোর্ড । সেখানে বাংলা দল ব্যর্থ । বিষয়টি মাথায় রেখে নতুন মরসুমে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর কথা মনোজ তিওয়ারির মুখে । বলছেন, "দলগতভাবে ভালো খেলার দিকে তাকিয়ে রয়েছি । ব্যক্তিগতভাবে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকি । বোর্ডের টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার লক্ষ্যেই মাঠে নামি ৷" একই সঙ্গে যোগ করেছেন, "বাংলার জন্য সব ট্রফি জয় আমাদের লক্ষ্য । টি-20 এবং একদিনের ক্রিকেটে আমাদের পারফরম্যান্স ভালো হয়নি । কোভিডের কারণে পারফরম্যান্সের গ্রাফটা ধরে রাখা যায়নি । এই বছর সবকটি টুর্নামেন্টের খেলা হবে । আমাদের লক্ষ্য রণজি ট্রফি সহ সব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়া ।"

কোচ অরুণ লাল এবং সৌরাশিস লাহিড়ির সঙ্গে মনোজ

আরও পড়ুন :kpl : কেপিএল’এ খেললে ক্রিকেটারদের নিষেধাজ্ঞা, জানিয়ে দিল বিসিসিআই

মনোজ বলছেন, "আমরা যদি সীমিত ওভারের খেলায় ভালো খেলতে পারি তাহলে তার রেশ রণজি ট্রফিতে ধরে রাখা যাবে । দলের প্রতিটি সদস্য ফিটনেস নিয়ে খাটছে । নেটেও দারুণ পরিশ্রম করছে ।আমি ভালো ফলের ব্যাপারে আশাবাদী ।"

ABOUT THE AUTHOR

...view details