পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: কড়া নিরাপত্তা বাবরদের জন্য দমবন্ধ পরিস্থিতি তৈরি করেছে, খারাপ খেলার সাফাই মিকি আর্থারের - ভারত

Mickey Arthur on Pakistan Performance: পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর মিকি আর্থারের দাবি, কড়া নিরাপত্তার জন্য পাকিস্তানি ক্রিকেটাররা দমবন্ধকর পরিস্থিতিতে রয়েছে ৷ এর প্রভাব মাঠে পড়ছে ৷ শনিবার নিউজিল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে তিনি এই দাবি করেন ৷

ICC World Cup 2023
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 6:04 PM IST

বেঙ্গালুরু, 3 নভেম্বর: এবারের বিশ্বকাপে একেবারে ভালো খেলতে পারছে না পাকিস্তান ৷ দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য অতিরিক্ত নিরাপত্তাকেই দায়ী করেছেন পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার ৷ শুক্রবার তিনি এমনই মন্তব্য করেছেন ৷ তাঁর বক্তব্য, নিরাপত্তার কারণে পাকিস্তানের খেলোয়াড়দের বেশিরভাগ সময় হোটেলে থাকতে হচ্ছে ৷ তার প্রভাব মাঠে পড়ছে ৷

পাকিস্তান এবারের বিশ্বকাপে সাতটি ম্যাচের চারটিতেই হেরে গিয়েছে ৷ আর দু’টি ম্যাচ বাকি রয়েছে ৷ তাদের অষ্টম ম্যাচ আগামিকাল শনিবার ৷ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ তার আগে এ দিন মিকি আর্থার জানান, এখানে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য নিরাপত্তার এত কড়াকড়ি যে মনে হচ্ছে কোভিডের সময় চলছে ৷ ফলে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে ৷ ঘরের বাইরে কেউ বের হতেই পারছে না ৷

তিনি আরও জানান, পাকিস্তানি ক্রিকেটারদের হোটেলের ঘরে বসেই আলাদা ভাবে ব্রেকফাস্ট করতে হচ্ছে ৷ কোথাও খেতে গেলেও আলাদা করে ব্যবস্থা করতে হচ্ছে ৷ অথচ তাঁর দলের খেলোয়াড়রা নিজেদের মতো বাইরে যেতে পচ্ছন্দ করেন ৷ সেটা এখানে হচ্ছে না বলেই মাঠে তার প্রভাব পড়ছে ৷ কঠিন ও দমবন্ধকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান, এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েনের কথা বিবেচনা করে বাবর আজমদের জন্য বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ যে হোটেলে পাকিস্তানি দল থাকছে, সেখানে সারাক্ষণ কড়া নজরদারি চালানো হচ্ছে ৷ এর মধ্যেও গত রবিবার কলকাতায় বাবর আজম গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ৷ তাছাড়া অন্য সময় ক্রিকেটাররা হোটেলের ঘরেই নিজেদের মধ্যে আনন্দ করে থাকার চেষ্টা করছেন ৷

তবে মিকি আর্থার জানিয়েছেন, খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় ঘোরা ও নানা অভিজ্ঞতাকে আন্তরিকভাবে গ্রহণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে । মজার বিষয় হল যে যে মাঠে আমরা গিয়েছি, সেখানে তাঁদের খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা হয়েছে । কারণ, আইপিএল বা টেস্ট ম্যাচে টিভিতে ইডেন গার্ডেন্স, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই স্টেডিয়াম দেখেছেন পাক ক্রিকেটাররা ৷ এবার সেখানে খেলার সুযোগ পেলেন তাঁরা ৷

আরও পড়ুন:কিউয়িদের বড় হার, ইডেনে সেমিফাইনাল খেলার আশা দেখছেন বাবর-আফ্রিদিরা

ABOUT THE AUTHOR

...view details