বেঙ্গালুরু, 3 নভেম্বর: এবারের বিশ্বকাপে একেবারে ভালো খেলতে পারছে না পাকিস্তান ৷ দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য অতিরিক্ত নিরাপত্তাকেই দায়ী করেছেন পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার ৷ শুক্রবার তিনি এমনই মন্তব্য করেছেন ৷ তাঁর বক্তব্য, নিরাপত্তার কারণে পাকিস্তানের খেলোয়াড়দের বেশিরভাগ সময় হোটেলে থাকতে হচ্ছে ৷ তার প্রভাব মাঠে পড়ছে ৷
পাকিস্তান এবারের বিশ্বকাপে সাতটি ম্যাচের চারটিতেই হেরে গিয়েছে ৷ আর দু’টি ম্যাচ বাকি রয়েছে ৷ তাদের অষ্টম ম্যাচ আগামিকাল শনিবার ৷ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ তার আগে এ দিন মিকি আর্থার জানান, এখানে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য নিরাপত্তার এত কড়াকড়ি যে মনে হচ্ছে কোভিডের সময় চলছে ৷ ফলে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে ৷ ঘরের বাইরে কেউ বের হতেই পারছে না ৷
তিনি আরও জানান, পাকিস্তানি ক্রিকেটারদের হোটেলের ঘরে বসেই আলাদা ভাবে ব্রেকফাস্ট করতে হচ্ছে ৷ কোথাও খেতে গেলেও আলাদা করে ব্যবস্থা করতে হচ্ছে ৷ অথচ তাঁর দলের খেলোয়াড়রা নিজেদের মতো বাইরে যেতে পচ্ছন্দ করেন ৷ সেটা এখানে হচ্ছে না বলেই মাঠে তার প্রভাব পড়ছে ৷ কঠিন ও দমবন্ধকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷