দুবাই, 7 অগস্ট: আসন্ন বিশ্বকাপের জন্য 18 জনের প্রাথমিক দল বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আশ্চর্যভাবে সেই দলে জায়গা পেলেন না মার্নাস লাবুশান ৷ আর লাবুশানের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ৷ বদলে 18 জনের যে প্রাথমিক দল ঘোষণা হয়েছে, সেখানে আনক্যাপড লেগ-স্পিনার তনবীর সাঙ্গা এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিকে রাখা হয়েছে ৷ এই 18 জনের স্কোয়াড থেকে বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দল বাছাই করবেন প্রাক্তন অজি অধিনায়ক তথা অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি ৷
দল বাছাই নিয়ে বেইলি জানিয়েছেন, বিশ্বকাপের এই স্কোয়াড গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার সেরা ৷ কিন্তু, মার্নাস লাবুশানকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ৷ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম এগারোর নিয়মিত সদস্য় লাবুশান গত দু'বছরে ওয়ান ডে দলেও নিয়মিত ছিলেন ৷ তিনে ব্যাট করতে নেমেও সফল হয়েছিলেন ৷ কিন্তু হঠাৎ করে ফর্মে থাকা লাবুশানকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়ায় অবাক অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা ৷ উল্লেখ্য, লাবুশান 2020 সালে ওয়ান ডে দলে অভিষেকের পর থেকে মাত্র 8টি ম্যাচে দলের বাইরে থেকেছেন লাবুশেন ৷ তাও শুরুর দিকে ৷
অন্যদিকে, তনবীর সাঙ্গা এবং অ্যারন হার্ডির সংযোজন নিয়ে জর্জ বেইলি বলেন, ‘‘সাঙ্গাকে বিশ্বকাপের 15 জনের দলে জায়গা করতে অ্যাডাম জাম্পা এবং অ্যাশটন আগারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে ৷’’ একইভাবে অনভিজ্ঞ অ্যারন হার্ডির লড়াই হবে মিচেল মার্শ, মার্কস স্টইনিস, ক্যামরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারদের সঙ্গে ৷ তবে এই দুই তরুণ ক্রিকেটার হয়তো অতিরিক্ত প্লেয়ারের তালিকাতেই থাকবেন ৷