পশ্চিমবঙ্গ

west bengal

ICC World Cup Trophy: 'পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া কঠিন', বিশ্বকাপ জ্বরে আক্রান্ত লিয়েন্ডার

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 10:40 PM IST

কলকাতায় আইসিসি বিশ্বকাপ ট্রফি ৷ এদিন ইডেনে উপস্থিত ছিলেন দুই অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ।

Etv Bharat
কলকাতায় আইসিসি বিশ্বকাপ ট্রফি

ক্রিকেট নিয়ে উৎসাহী লিয়েন্ডার পেজ

কলকাতা, 8 সেপ্টেম্বর: ক্রিকেট জ্বরে আক্রান্ত লিয়েন্ডার পেজ। আইসিসি ট্রফি ট্যুরের অনুষ্ঠানে যোগ দিতে সিএবির আমন্ত্রনে ইডেনে এসেছিলেন তিনি। ভারতীয় টেনিসের কিংবদন্তি অন্য খেলার বিষয়ে একই রকম উৎসাহী। ভারতীয় ক্রিকেটের হালহকিকত জানা। ঝুলন গোস্বামী এবং অশোক দিন্দাকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া কঠিন হবে। তবে ভালো ম্যাচ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার ইডেনে আইসিসি বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করেছিল সিএবি। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলার অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য প্রাপকদের উপস্থিত করার ব্যবস্থা করা হয়েছিল। বাইচুং ভুটিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো যেসমস্ত ক্রীড়াব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারেননি তাঁদের ভিডিয়ো বার্তা দেখানো হয়েছে। এই মুহূর্তে বিশ্বকাপ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইডেন গার্ডেনে। নতুন রূপে ক্রিকেটের নন্দন কানন’কে বিশ্বের সামনে তুলে ধরতে কোনও রকম কার্পণ্য করেনি বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

বিশ্বকাপ উন্মোচনের এই অনুষ্ঠানে সাধারণের জন্য ইডেনের দরজা ছিল বন্ধ। কিন্তু যে ছয়-সাতশো মানুষ উপস্থিত ছিলেন তাঁরাই এই অনুষ্ঠানের একঘেয়েমি দেখে বিরক্তি প্রকাশ করেছেন। এক কথায় জাঁকজমকের ছোঁয়া ছিল এ দিনের অনুষ্ঠানে।তবে অভিনবত্ব ছিল না। ট্রফি উন্মোচনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়াও ছিলেন দুই অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ।

আরও পড়ুন: স্থগিত আইওসি’র বৈঠক, পিছিয়ে গেল অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

যেই ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে এত আয়োজন সেই ক্রিকেটের খুব বেশি মুখ এদিন চোখে পড়েনি। ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী এবং জাতীয় দলের প্রাক্তন পেসার অশোক দিন্দার। সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে রয়েছে ইংল্যান্ডে। শহরে না থাকার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও ভিডিয়ো বার্তায় সিএবি-কে শুভেচ্ছা জানিয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, মেহুলি ঘোষ, সুতীর্থ মুখোপাধ্যায়। কিন্তু এদের কেউই এদিন উপস্থিত ছিলেন না। উপস্থিত থাকতে না পারলেও ভিডিয়ো বার্তায় নিজের শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাইচুং, মেহুলি, সুতীর্থারা।

ABOUT THE AUTHOR

...view details