পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: 'নকআউটে যা খুশি হতে পারে', রোহিতদের প্রশংসা করেও সেমির আগে 'মাইন্ড গেমে' কিউয়ি দলনায়ক - Mind Game Before ICC Cricket World Cup Semi

Ken Williamson's Mind Game Before ICC Cricket World Cup Semi: লিগে ভারতের কাছে হেরেছে নিউজিল্যান্ড ৷ কিন্তু, সেই দলে তিনি ছিলেন না ৷ তবে, আগামিকাল প্রথম একাদশে কিউয়িদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন ৷ তাই নতুন ম্যাচে নতুন পরিকল্পনা নিয়েই নামবেন বলে জানালেন কেন ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 9:12 PM IST

মুম্বই, 14 নভেম্বর: 2019 বিশ্বকাপের সেই অভিশপ্ত সেমিফাইনালকে ভুলে ওয়াংখেড়েতে নতুন করে শুরু করাই লক্ষ্য রোহিত শর্মা-বিরাট কোহলিদের ৷ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও অতীতকে মনে রাখতে চান না ৷ চলতি বিশ্বকাপের লিগ পর্বে ধরমশালায় মহম্মদ শামি এবং বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্সে হারতে হয়েছিল কিউয়িদের ৷ সেই ম্যাচ ভুলে সেমিফাইনালে নতুন পরিকল্পনা নিয়ে নামছেন কেন উইলিয়ামসন ৷ জানালেন, অতীতে যা হওয়ার হয়েছে ৷ এবার নতুন করে শুরু হবে লড়াই ৷

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হাওয়া এভাবেই গরম করে দিলেন কেন উইলিয়ামসন ৷ এদিন তাঁর কথায় স্পষ্ট ফুটে উঠল, নকআউটে বদলে যাওয়া কিউয়িদের ফেস করতে হবে ভারতকে ৷ তিনি বলেন, ‘‘একটা কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে দুই দলের জন্যই ৷ ভারত এমন একটা দল, যারা অসাধারণ খেলেছে ৷ কিন্তু, আমরাও চূড়ান্ত পর্যায়ে পারফর্ম করতে জানি ৷ সব কিছু নতুন করে শুরু হবে ৷ আর এর ফয়সালা নির্ভর করবে, ম্যাচের দিন যারা সেরাটা দেবে তার উপর ৷’’

রোহিত শর্মার ভারতীয় দলকে গুরুত্ব দিলেও, টুর্নামেন্টে তাঁদের যা পারফরম্যান্স, তাতে নিজেদের গুটিয়ে রাখার পক্ষপাতী নন কেন ৷ তিনি বলেন, ‘‘ভারত পুরোপুরি ব্যতিক্রমী ক্রিকেট খেলেছে ৷ তারা সবচেয়ে সেরা না-হলেও, অন্যতম সেরা দল অবশ্য়ই ৷ কিন্তু, আমাদের দিনে যখন আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলি, তখন আমাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে ৷ বিশেষত, নকআউট পর্বে যা খুশি হতে পারে ৷’’

2019 বিশ্বকাপে কিউয়িরা ইংল্যান্ডের আবহাওয়া খেলেছিল ৷ সেই পরিবেশ ভারতীয় ব্যাটিংয়ের জন্য সত্যিই কঠিন ছিল ৷ অন্তত দু’দিনে গড়ানো সেমিফাইনাল ম্যাচের নিরিখে ৷ কিন্তু, উইলিয়ামসন মনে করেন, পরিবেশ বা প্রতিপক্ষ যাই হোক না কেন, সেমিফাইনালে দু’টি দলই একে অপরকে হারানোর ক্ষমতা রাখে ৷ আর এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচই দুরন্ত ছিল বলে মত তাঁর ৷ আর এখানেই উইলিয়ামসন আবারও মনে করিয়ে দিলেন, লিগে যা হয়েছে তা হয়ে গিয়েছে ৷ এবার নতুন করে শুরু ৷ যেখানে তিনি অধিনায়ক হিসেবে নতুন পরিকল্পনা নিয়ে নামছেন ৷

তবে, বারে-বারে এই প্রচ্ছন্ন হুমকি কি আত্মবিশ্বাস থেকে, নাকি ভয়ে? ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম দেখে কি ঘাবড়ে গিয়েছেন কেন এবং তাঁর সেনানীরা ? আর তাই ভারতকে এই শান্ত স্বরে হুমকি দিয়ে পালটা চাপের খেলা খেলছেন হয়তো কেন উইলিয়ামসন !

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার ভারতীয় দলই, বলছেন আজহার
  2. ক্রিকেটের মতো দুষ্টুমিতেও ছিলেন পেশাদার, শিশু দিবসে ছেলেবেলার স্মৃতিচারণ সচিনের
  3. 'হল অফ ফেমে' জায়গা পেয়ে আইসিসি'কে ধন্যবাদ নজফগড়ের নবাবের

ABOUT THE AUTHOR

...view details