কলকাতা, 4 জানুয়ারি : বাংলা দলে ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার পরে এবার কোচেদের নামও সেই তালিকায় ঢুকে পড়ল। বাংলার অনূর্ধ্ব-25 দলের কোচ এবং প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও এবার করোনা আক্রান্ত (Covid Positive Laxmiratan Shukla And CAB President)। সোমবার দুপুরে তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। যদিও তার আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন।
শুধু ক্রিকেটাররা নন, বঙ্গ ক্রিকেটের প্রশাসনেও এবার করোনার হানা। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে তাঁর প্রবল জ্বর আসে। পরীক্ষা করা হলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। নিভৃতবাসে থেকেই যাবতীয় কাজ করছেন বলে খবর। মঙ্গলবার রঞ্জি ট্রফি করা যাবে কিনা তা নিয়ে বৈঠক রয়েছে। ভার্চুয়াল মিটিংয়ে বোর্ড প্রসিডেন্ট থাকবেন বলে জানা গিয়েছে। সৌরভ বলেন, " রঞ্জি ট্রফি বন্ধ রাখার কোনও কথা আমরা ভাবছি না। করোনা সামলে প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। "