আবুধাবি, 23 সেপ্টেম্বর: আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স ৷ আগের ম্যাচে বিরাটদের 92 রানে গুটিয়ে দেয় ইয়ন মরগ্যানের ছেলেরা ৷ এই ম্যাচ জিতলেই চার নম্বরে উঠে আসবে নাইটরা ৷ দল অপরিবর্তিত রয়েছে কেকেআরের ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ আরসিবিকে হারিয়ে বেশ উজ্জীবিত রয়েছে নাইট শিবির ৷ অন্যদিকে মরু শহরে প্রথম ম্যাচেই হার হজম করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ আজ চলতি আইপিএলের 29তম ম্যাচে রোহিত ব্রিগেডের মুখোমুখি হতে চলেছে মরগ্যান বাহিনী । প্রথম ম্যাচেই ড্রিম ডেবিউ দেখিয়েছিলেন ভেঙ্কটেশ্বর আইয়ার ৷ তার 27 বলে 41 রান করে সহজেই ম্যাচ পকেটে পুড়েছিল নাইটবাহিনী ৷ তবে আজকের আইয়ার আবারও জ্বলে উঠতে পারে কিনা সেটাই দেখার ৷