পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR New Coach নাইটদের নতুন কোচের নাম ঘোষণা, দায়িত্বে মধ্যপ্রদেশকে রঞ্জি জেতানো চন্দ্রকান্ত

ব্রেন্ডন ম্যাককালামের বিকল্প খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ মধ্যপ্রদেশকে প্রথমবার রঞ্জি জয়ের স্বাদ পাইয়ে নাইটদের হেড কোচ হিসেবে ম্যাককালামের জুতোয় পা গলালেন চন্দ্রকান্ত পণ্ডিত (KKR names Chandrakant Pandit as their new head coach) ৷

Etv Bharat
নাইটদের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

By

Published : Aug 17, 2022, 5:16 PM IST

Updated : Aug 17, 2022, 6:04 PM IST

কলকাতা, 17 অগস্ট: ব্রেন্ডন ম্যাককালামের বিকল্প খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ মধ্যপ্রদেশকে প্রথমবার রঞ্জি জয়ের স্বাদ পাইয়ে নাইটদের হেড কোচ হিসেবে ম্যাককালামের জুতোয় পা গলালেন চন্দ্রকান্ত পণ্ডিত (KKR names Chandrakant Pandit as their new head coach) ৷ সবমিলিয়ে নয়া কোচ নির্বাচনে শাহরুখের দল অনুরাগীদের খানিক চমকে দিল, তা বলাই যায় ৷

2022 মধ্যপ্রদেশকে প্রথমবার রঞ্জি জেতানো চন্দ্রকান্ত পণ্ডিতকে নয়া কোচ হিসেবে ঘোষণা করে দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "চন্দু আমাদের দলে যোগ দিতে চলায় আমরা যারপরনাই আনন্দিত ৷ আইপিএলে আমাদের জার্নির পরবর্তী ধাপে ও আমাদের দলকে চালনা করবে ৷ ঘরোয়া ক্রিকেটে ওর প্রশ্নাতীত সাফল্য এবং কাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ওর নয়া জুটি দেখার অপেক্ষায় রয়েছি ৷ যা বেশ উত্তেজিত করছে আমাদের ৷"

এর আগে আনকোরা কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামকে হটসিটে বসিয়ে কেবলই হতাশা উপহার পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ গত মরশুমে লিগ টেবিলে সপ্তম স্থানে শেষ করার পর কোচের পদ থেকে অব্যাহতি নেন প্রাক্তন মারকুটে কিউয়ি ব্যাটার ৷ আপাতত ইংল্যান্ডের জাতীয় টেস্ট দলের কোচের পদে আসীন ব্রেন্ডন ৷ তাই কিউয়ি তারকার জুতোয় কে পা গলাবেন, সে দিকেই তাকিয়েছিল নাইট-জনতা ৷ এদিন নয়া কোচের নাম ঘোষণা অনেকটাই আশ্বস্ত করতে পারে তাঁদের ৷ কারণ, ঘরোয়া ক্রিকেটের সাফল্য দেখে কোচ নির্বাচনে এমন বিচক্ষণ পদক্ষেপ কেকেআর কর্তারা আগে নিয়েছেন কি না, মনে করতে পারছেন না অনুরাগীরা ৷

আরও পড়ুন: পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি, অপেক্ষার প্রহর ভারতীয় ফুটবলে

নয়া চ্যালেঞ্জ নিয়ে বর্ষীয়ান কোচ তথা প্রাক্তন জাতীয় উইকেটরক্ষক চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, "আমার কাছে এই দায়িত্ব অত্যন্ত সম্মানের ৷ আমি ক্রিকেটার ও অন্যান্যদের থেকে দলের সংস্কৃতি এবং সাফল্যের ঐতিহ্য সম্পর্কে জেনেছি ৷ ইতিবাচক প্রত্যাশাকে সঙ্গী করে আমি এই দায়িত্বগ্রহণে মুখিয়ে রয়েছি ৷"

Last Updated : Aug 17, 2022, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details