কলকাতা, 15 মে : রাসেলের ডানায় ভর করে প্লে-অফের দৌড়ে জোরাল প্রত্যাবর্তন কলকাতা নাইট রাইডার্সের ৷ টানা পাঁচ ম্যাচ হেরে সমালোচনায় বিদ্ধ শ্রেয়স আইয়ারের দল শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারাল 54 রানে (KKR beat SRH by 54 runs to stay alive in playoffs race) ৷ রান-রেট ইতিবাচক জায়গায় নিয়ে গিয়ে বেগুনি শিবিরের যা অবস্থান তাতে, লিগ টেবিলে তৃতীয়স্থানে শেষ করে প্লে-অফে জায়গা করে নিতে পারে তারা ৷ তেমনই উলটো সম্ভাবনাটাও রয়েছে ৷ একনজরে কলকাতা-হায়দরাবাদ ম্যাচের পর আইপিএলে দলগুলোর তুলনামূলক অবস্থান (IPL Playoffs Scenario) ৷
- মুম্বই ইন্ডিয়ান্স : দু'ম্যাচ বাকি থাকলেও চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷
- চেন্নাই সুপার কিংস : মুম্বইয়ের মত একই দশা চেন্নাইয়েরও ৷ প্লে-অফে যাওয়ার সম্ভাবনা শেষ ধোনিদের ৷
- সানরাইজার্স হায়দরাবাদ : পুরোপুরি ছিটকে না-গেলেও কেন উইলিয়ামসনদের প্লে-অফ সম্ভাবনা একেবারে ক্ষীণ নাইটদের কাছে বড় ব্যবধানে হেরে ৷ টানা পাঁচ ম্যাচ হেরে নেতিবাচক রান-রেটে অষ্টমস্থানে অবস্থান করছে তারা ৷ 12 ম্যাচে 10 পয়েন্ট তাদের ৷
- পঞ্জাব কিংস : 12 ম্যাচে পয়েন্ট 12 ৷ রান-রেট ইতিবাচক ৷ আপাতত পয়েন্ট টেবিলের নিরিখে সর্বোচ্চ দ্বিতীয়স্থানে শেষ করতে পারে প্রীতি জিন্টার দল ৷
- কলকাতা নাইট রাইডার্স : সানরাইজার্সকে হারিয়ে তৃতীয়স্থানে শেষ করার স্বপ্ন দেখতে পারে নাইটরা ৷ সেক্ষেত্রে শেষ ম্যাচ অবশ্যই জিততে হবে ৷ তবে মুদ্রার উলটো পিঠটাও দেখতে হবে ৷ এই পরিস্থিতি থেকে শেষ ম্যাচ হারলে লিগ টেবিলে অষ্টমস্থানেও শেষ করতে পারে কলকাতা ৷
- দিল্লি ক্যাপিটালস : পঞ্জাবের মতই দ্বিতীয়স্থানে থেকে লিগ পর্ব শেষ করার হাতছানি রয়েছে ঋষভ পন্থের দলের কাছে ৷
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : প্রথম স্থানে শেষ করার আশা না-থাকলেও লিগ টেবিলে দ্বিতীয়স্থানে শেষ করে প্লে-অফে জায়গা করে নিতে পারে আপাতত চারে অবস্থান করা আরসিবি ৷ সেক্ষেত্রে শেষ ম্যাচে জয় আবশ্যক ৷
- রাজস্থান রয়্যালস : 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করা রাজস্থানের প্লে-অফ খাতায়-কলমে নিশ্চিত বলা যাবে না ৷ তবে যা পরিস্থিতি, তাতে বাকি দু'ম্যাচ জিতে শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছতে পারে সঞ্জু স্যামসনের দল ৷