মুম্বই, 15 নভেম্বর: চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলছে ৷ বিরাট কোহলির 50তম সেঞ্চুরি ও শ্রেয়সের দ্বিতীয় বিশ্বকাপ সেঞ্চুরির সৌজন্যে ভারত কিউয়িদের সামনে 398 রানের বিশাল টার্গেট সেট করেছে ৷ এর খানিক আগেই এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কারসন ঘাউরি একটি ভবিষ্যদ্বাণী করলেন ৷ তাঁর দৃঢ় বিশ্বাস আগামী 19 নভেম্বর রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল হবে ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন, ভারতীয় ক্রিকেটের ‘কারুভাই’ ৷
ঘরের মাঠের সুবিধা:এই বিশ্বকাপে ভারতীয় দল ঘরের মাঠে খেলার সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়েছেন বলে মনে করেন কারসন ঘাউরি ৷ তিনি বলেন, ‘‘যেভাবে ভারত লিগের ন’টা ম্যাচ জিতেছে, তাতে দলের আত্মবিশ্বাস অনেকটাই উপরে ৷ পাশাপাশি, এটাও দেখতে হবে যে, এই বিশ্বকাপটা ভারত ঘরের মাঠে খেলছে ৷ ঘরের মাঠের পরিবেশও ভারতীয় দলের পক্ষে গিয়েছে ৷ দল অবশ্য বিশ্বকাপ জিতবে ৷’’
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল:ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল এই মুহূর্তে চলছে ৷ আগামিকাল ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া খেলতে নামবে ৷ কিন্তু, তাঁর আগেই বিশ্বকাপের ফাইনাল দুই দল ঠিক করে ফেললেন ঘাউরি ৷ তিনি বলেন, ‘‘এই ম্যাচ ভারত নিউজিল্যান্ডকে হারাবে ৷ আর কাল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতে ফাইনালে যাবে ৷ এভাবে বিশ্বকাপ ফাইনাল খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া এবং ভারত জয়ী হবে ৷’’
ভারত ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে: আধুনিক ক্রিকেটে ফিল্ডিং দুর্বল হলে, ম্যাচ জেতার সম্ভাবনা কার্যত শূন্য ৷ কিন্তু বর্তমানে ভারতীয় দলের ফিল্ডিং অনেক উন্নত হয়েছে বলে মনে করেন কারসন ঘাউরি ৷ তাঁর কথায়, ‘‘ভারতের বোলিং যথেষ্ট শক্তিশালী ৷ স্কোরবোর্ডে ওঠা রান ডিফেন্ড করতে তাঁরা সক্ষম হবে ৷ সেই সঙ্গে ভারতের গ্রাউন্ড ফিল্ডিংয়ে এই বিশ্বকাপে অনেক উন্নতি হয়েছে ৷ আর এটা হয়তো অধিনায়ক রোহিত শর্মার শেষ বিশ্বকাপ ৷ তাই ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরেকটা বিশ্বকাপ জয় দেখতে পাবেন ৷’’ আত্মবিশ্বাসী কারসন ৷
আরও পড়ুন:
- 'বিরাট' স্বপ্নপূরণে কোহলিকে অভিনন্দন সচিনের
- প্রথমে ড্রিংক ব্রেকে, পরে শতরানে; অনুষ্কাকে 'চুমু' বিরাটের, ভাইরাল বিরুষ্কার ভিডিয়ো
- কোহলির পর সেঞ্চুরি শ্রেয়সের, বিশ্বকাপে রানের বিশ্বরেকর্ড ভারতের
- শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'