কলকাতা, 27 ডিসেম্বর: ভারতের টেস্ট দল থেকে কেএল রাহুলকে বাদ দেওয়ার পক্ষে প্রাক্তন বাঁ-হাতি মিডিয়াম-পেস বোলার কার্সন ঘাউরি (Karsan Ghavri Demands to Drop KL Rahul from Indian Test Team) ৷ ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেক সুযোগ পেয়েছে ৷ কিন্তু, টেস্টে সাম্প্রতিককালে পারফর্মেন্স একেবারেই নেই ৷’’ বরং শুভমান গিলের সঙ্গে ওপেনার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা পৃথ্বী শ-কে টেস্ট দলে ফেরানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ সেই সঙ্গে মিডল অর্ডারে ফের অজিঙ্ক রাহানেকে ফেরানোর দাবি তুলেছেন তিনি ৷
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল বাছাই নিয়েও সমালোচনা করেন কার্সন ঘাউরি ৷ মূলত কুলদীপ যাদবকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া নিয়েই তাঁর সমালোচনা ছিল ৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে দল বাছাই একেবারই ঠিক ছিল না ৷ বিশেষ করে 8 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেটারকে বসিয়ে দেওয়া কখনই যুক্তিযুক্ত নয় ৷’’ এর পরেই বাংলাদেশ সফরে স্ট্যান্ডবাই অধিনায়ক কেএল রাহুলের প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি মিডিয়াম পেসার ৷
ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে কেএল রাহুলের বদল পৃথ্বী শ-কে সুযোগ দেওয়ার কথা বলেন কার্সন ঘাউরি ৷ তিনি বলেন, ‘‘রাহুলের ব্যাটিং পর্যালোচনা করার সময় এসেছে ৷ গত বেশ কয়েকটি টেস্ট ইনিংসে তাঁর তেমন কোনও অবদান নেই ৷ তাঁর বদলে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা পৃথ্বী শ-কে সুযোগ দেওয়া যেতে পারে অস্ট্রেলিয়া সিরিজে ৷’’