কুইন্সল্যান্ড, 4 অক্টোবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র পিঙ্ক বল টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়েও জয় অধরা থেকে গিয়েছে ৷ তাতে কী? কুইন্সল্যান্ডে প্রথম গোলাপি বল টেস্টে তাঁদের পারফরম্যান্স ব্যাপক অনুপ্রেরণা জোগাবে বলে জানালেন ঝুলন গোস্বামী ৷ গোলাপি বল টেস্টের সাফল্যকে সঙ্গী করেই আসন্ন টি-20 সিরিজের জন্য গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ‘চাকদহ এক্সপ্রেস’ ৷
সোমবার এক টুইটে গ্রুপ ফটো পোস্ট করে বঙ্গতনয়া লেখেন, "পিঙ্ক বল টেস্টে দলের পারফরম্যান্স দারুণ অনুপ্রেরণামূলক ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের জন্য গোটা দলের প্রতি শুভেচ্ছা রইল ৷" উল্লেখ্য, কারার ওভালে সদ্য-সমাপ্ত পিঙ্ক বল টেস্টে ভারতীয় ব্যাটারদের পাশাপাশি উজ্জ্বল ছিলেন ভারতীয় বোলাররাও ৷ দুই ইনিংস মিলিয়ে 3 উইকেট ঝুলিতে নিয়ে নিজের জাত চিনিয়েছেন ঝুলনও ৷