মুম্বই, 8 মে: লোকেশ রাহুলের পরিবর্ত হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিলেন ঈশান কিষাণ ৷ গত কয়েকদিন ধরে রাহুলের পরিবর্ত হিসাবে ঝাড়খণ্ড ব্যাটারের নাম ঘোরাফেরা করছিল, সোমবার সম্ভাবনায় সিলমোহর দিয়ে বিবৃতি জারি করে আনুষ্ঠানিকভাবে ঈশান কিষাণের নাম ঘোষণা করল বিসিসিআই ৷ দিনকয়েক আগে কেএল রাহুল চোট পাওয়ার পর থেকে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে তাঁর বিকল্প খোঁজার কাজ চলছিল ৷ যেহেতু কে এল রাহুল উইকেটরক্ষক ব্যাটার তাই তার পরিবর্ত হিসাবে স্টাম্পার-ব্যাটারেরই প্রয়োজন ছিল দলে ৷ সেক্ষেত্রে ঋদ্ধিমান সাহা কিংবা ঈশান কিষাণের নাম ছিল সবার আগে ৷ তবে মুম্বইয়ের হয়ে আইপিএলে ছন্দে থাকা বাঁ-হাতি তরুণ ব্যাটারের নামই ঘোষণা করল বিসিসিআই।
উল্লেখ্য, গুজরাতের হয়ে লখনউয়ের বিপক্ষে রবিবার আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন ঋদ্ধিমান। ওপেন করতে নেমে তাঁর ব্যাট থেকে আসে 43 বলে ৷ যদিও এই প্রথম নয়, আগেও নিয়মিতভাবে দলের হয়ে অবদান রেখেছেন 'পাপালি'। কিন্তু তা কোনও কাজেই এল না। তবে ঋদ্ধি সুযোগ না-পেলেও বিশ্ব টেস্ট ফাইনালে একেবারে বাংলার নাম থাকছে না তা-নয়। মুকেশ কুমারকে এদিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। বাকি দুই স্ট্যান্ডবাই ক্রিকেটার হলেন রুতুরাজ গায়কোয়াড় এবং সূর্যকুমার যাদব।