পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের পরিবর্ত ঈশান, ঘোষণা বিসিসিআইয়ের

চোটের জন্যই আগেই স্কোয়াড থেকে বাদ পড়েছে কে এল রাহুল ৷ তার পরিবর্ত হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা পেলেন ঈশান কিষাণ ৷

WTC Final
টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের পরিবর্ত ঈশান

By

Published : May 8, 2023, 6:01 PM IST

Updated : May 8, 2023, 7:04 PM IST

মুম্বই, 8 মে: লোকেশ রাহুলের পরিবর্ত হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিলেন ঈশান কিষাণ ৷ গত কয়েকদিন ধরে রাহুলের পরিবর্ত হিসাবে ঝাড়খণ্ড ব্যাটারের নাম ঘোরাফেরা করছিল, সোমবার সম্ভাবনায় সিলমোহর দিয়ে বিবৃতি জারি করে আনুষ্ঠানিকভাবে ঈশান কিষাণের নাম ঘোষণা করল বিসিসিআই ৷ দিনকয়েক আগে কেএল রাহুল চোট পাওয়ার পর থেকে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে তাঁর বিকল্প খোঁজার কাজ চলছিল ৷ যেহেতু কে এল রাহুল উইকেটরক্ষক ব্যাটার তাই তার পরিবর্ত হিসাবে স্টাম্পার-ব্যাটারেরই প্রয়োজন ছিল দলে ৷ সেক্ষেত্রে ঋদ্ধিমান সাহা কিংবা ঈশান কিষাণের নাম ছিল সবার আগে ৷ তবে মুম্বইয়ের হয়ে আইপিএলে ছন্দে থাকা বাঁ-হাতি তরুণ ব্যাটারের নামই ঘোষণা করল বিসিসিআই।

উল্লেখ্য, গুজরাতের হয়ে লখনউয়ের বিপক্ষে রবিবার আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন ঋদ্ধিমান। ওপেন করতে নেমে তাঁর ব্যাট থেকে আসে 43 বলে ৷ যদিও এই প্রথম নয়, আগেও নিয়মিতভাবে দলের হয়ে অবদান রেখেছেন 'পাপালি'। কিন্তু তা কোনও কাজেই এল না। তবে ঋদ্ধি সুযোগ না-পেলেও বিশ্ব টেস্ট ফাইনালে একেবারে বাংলার নাম থাকছে না তা-নয়। মুকেশ কুমারকে এদিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। বাকি দুই স্ট্যান্ডবাই ক্রিকেটার হলেন রুতুরাজ গায়কোয়াড় এবং সূর্যকুমার যাদব।

আরও পড়ুন:মরণবাঁচন ম্যাচে পঞ্জাবকে হারাতে মরিয়া অনুশীলন নাইটদের, প্র্যাকটিসে ব্যাট ভেঙে চটলেন গব্বর

উল্লেখ্য, বিসিসিআই-এর দেওয়া বিবৃতিতে কেএল রাহুলের চোট নিয়ে আপডেট দেওয়া হয়েছে। লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে দিনকয়েক আগে রাহুল চোট পেয়েছিলেন। ফলে সুস্থ হতে দক্ষিণী ক্রিকেটারের কাঁধে অস্ত্রোপচার করতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মেগা ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 7 থেকে 11 জুন ওভালে ওভালে অজিদের বিরুদ্ধে মাঠে নামছে ভারত ৷ তার আগে আইপিএলের মাঝেই ফাইনালের জন্য 15 জনের দল ঘোষণা করে দিয়েছে বোর্ড।

Last Updated : May 8, 2023, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details