হায়দরাবাদ, 3 এপ্রিল: টি নটরাজনের বোলিংয়ে মুগ্ধ সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা ৷ রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ কিন্তু, তাঁর মধ্যেও কিছু ইতিবাচক থাকলে তা ছিল টি নটরাজনের বোলিং ৷ আর শেষের 8 ওভারে বোলারদের পারফর্ম্যান্সে খুশি বলে জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ৷ রবিবার এবারের আইপিএল এর প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে 72 রানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে ব্রায়ান লারার দল ৷
ম্যাচ হারলেও দলের বাঁ-হাতি মিডিয়াম পেসার টি নটরাজনের প্রশংসা শোনা গেল হেড কোচ ব্রায়ান লারার মুখে ৷ তিনি বলেন, "প্রথম ওভারে 17 রান দেওয়ার পরেও যেভাবে পরের ওভারগুলিতে বল করেছেন নটরাজন, তা খুবই প্রশংসনীয় ৷" উল্লেখ্য, প্রথম ওভারে 17 রান দেওয়ার পর দ্বিতীয় স্পেলে 2 ওভার বল করেন টি নটরাজন ৷ পরের সেই 2 ওভারে মাত্র 6 রহান দিয়ে 2 উইকেট তুলে নেন হায়দরাবাদের এই মিডিয়াম পেসার ৷ গতকালের ম্যাচে 3 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি ৷ তবে, তাঁর কোটার 4 ওভার কেন করানো হল না, সেই প্রশ্ন উঠছে হায়দরাবাদের ম্যাচ হারার পর ৷
ব্রায়ান লারা জানিয়েছেন, চোট প্রবণ হলেও টি নটরাজন দারুণভাবে ফিরে এসেছেন ৷ পাশাপাশি, তিনি যে বোলিংটা করেছেন তাও প্রশংসার যোগ্য ৷ তবে, পাওয়ার প্লে-তে 85 রান তোলার পর রাজস্থানকে 203 রানে আটকে রাখার জন্য বাকি বোলারদেরও প্রশংসা করেছেন লারা ৷ তবে, এই ম্যাচের পিচ বুঝতে যে তাদের ভুল হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ হেড কোচ ৷ তিনি জানিয়েছেন, রবিবারের ম্যাচ যে পিচে খেলা হয়েছে, তার পাশের একটি পিচে প্রস্তুতি ম্যাচ খেলেছিল সানরাইজার্সরা ৷ সেই পিচে বাউন্স এবং মুভমেন্ট ছিল ৷ মনে করা হয়েছিল, ম্যাচের পিচের চরিত্র খুব একটা আলাদা হবে না ৷ কিন্তু, সেখানেই ভুল হয়ে গিয়েছে বলে মনে করছেন লারা ৷
আরও পড়ুন:ঘরের মাঠে ব্যাটে-বলে পারফর্ম্যান্সের খোঁজে সিএসকে, লখনউয়ের চিন্তা ব্যাটিং
পরের ম্যাচে আরও ভালোভাবে প্রস্তুত হয়ে তাঁরা নামবেন বলে জানিয়েছেন হায়দরাবাদের কোচ ৷ এমনকী ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলা প্রয়োজন বলে মনে করেন তিনি ৷ তবে উল্লেখ্য, প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ তাদের পূর্ণ শক্তির টিম পায়নি ৷ ভুবনেশ্বর কুমার স্ট্যান্ডবাই হিসেবে অধিনায়কত্ব করেছেন এডেন মার্কক্রমের জায়গায় ৷ এডেন মার্কক্রম, হেনরি ক্লাসেন এবং মার্কো ইয়ান্সেন, এই তিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কয়েকদিনের মধ্যে বাকি দলের সঙ্গে যোগ দেবেন ৷ তারপর হায়দরাবাদ দলকে আরও গোছানো লাগবে বলেই জানিয়েছেন হেড কোচ ব্রায়ান লারা ৷