পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: শেষ বলে বাজিমাত, সামাদের ছক্কায় স্তব্ধ মরুঝড়

শেষ বলে ছয় মেরে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন আব্দুল সামাদ । রাজস্থানের দেওয়া 215 রানের টার্গেট তাড়া করতে নেমে বাজিমাত হায়দরাবাদের ।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 8, 2023, 6:46 AM IST

জয়পুর, 8 মে:শেষ বলে জিততে গেলে 5 রান করতে হত সানরাইজার্স হায়দরাবাদকে । সন্দীপ শর্মার বল মাঠের বাইরে ফেলে সোয়াই মানসিং স্টেডিয়ামে মরুঝড় থামিয়ে দিলেন আব্দুল সামাদ । কাশ্মীরের বছর একুশের সামাদের ব্যাটেই জেতা ম্যাচ মাঠে ফেলে এল 'স্যামসন অ্যান্ড কোং' । 4 উইকেটে জয়ের সুবাদে দিল্লিকে টপকে 9 নম্বরে উঠে এল নিজামের শহর ।

ক্রিকেটের যে কোনও যুক্তিতেই শেষ ওভারকে থ্রিলার ছাড়া আর কিছুই বলা যায় না। ওভার শুরুর সময় দরকার ছিল 17 রান। শেষ বলে এসে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে জেতার জন্য হায়দরাবাদের চাই পাঁচ রান। মানে বল মাঠের বাইরে পাঠানো ছাড়া আর কোনও রাস্তা নেই। সেই মতো ব্যাটও ঘুরিয়েছিলেন সামাদ। তবে সীমানার কাছে সামাদের ক্যাচ ধরে ফেলেন জস বাটলার।

বল ব্রিটিশ ক্রিকাটারের তালুবন্দি হতেই কার্যত আশা শেষ হয়ে যায় সামাদদের । ঠিক তখনই আম্পায়ার নো বলের সিদ্ধান্ত দেন। তার মানে ম্যাচ পকেটে পুরতে হলে দরকার 4 রান । এখানেই জ্বলে উঠলেন সামাদ। সন্দীপ শর্মার বল মাঠের বাইরে পাঠাতে এবার আর কোনও ভুল করেননি কাশ্মীরের যুবক । সামাদের ব্যাটেই রুদ্ধশ্বাস জয় পেল হায়দরাবাদ।

প্রথমে ব্যাট করে জস বাটলারের বিধ্বংসী 95 রানের দৌলতে 214 রানের ইমারত খাড়া করেছিল রাজস্থান রয়্যালস । পালটা রান তাড়া করতে নেমে এদিন সানরাইজার্সের প্রত্যেক ব্যাটারই অবদান রেখে গেলেন । ক্যাপ্টেন এইডেন মার্করাম তাড়াতাড়ি ক্রিজ ছাড়লেও জিততে বেগ পেতে হল না নিজামের শহরকে । আনমোলপ্রীত সিং, অভিষেক শর্মার দুরন্ত শুরুকে দিশা দেখালেন গ্লেন ফিলিপস, আব্দুল সামাদরা ।

সবমিলিয়ে আগের ম্যাচে কলকাতার কাছে হারার পর রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূপর্ণ জয় তুলে নিয়ে লিগ টেবিলের 9 নম্বরে উঠে এল হায়দরাবাদ । ঠিক একধাপ উপরে আছে কলকাতা। আগের ম্যাচে জয় পেয়ে ফুরফুরে মেজাজে থাকা নাইটরা সোমবার শিখর ধাওয়ানের পঞ্জাবের বিরুদ্ধে নামতে চলেছে। দুটি দলের কাছেই ম্যাচটি ডু অর ডাই । খেলার আগে অনুশীলনের সময় রবিবার নিজের প্রিয় ব্যাটটি ভেঙে ফেলেন ভারতীয় ক্রিকেটের গব্বর সিং। এমনই আবহে ইডেনে আজ মুখোমুখি হচ্ছে পঞ্জাব আর কলকাতা ।

আরও পড়ুন: পরিকল্পতিভাবে সিরাজকে উত্যক্ত করেছিলেন, স্বীকারোক্তি সল্টের

ABOUT THE AUTHOR

...view details