জয়পুর, 8 মে:শেষ বলে জিততে গেলে 5 রান করতে হত সানরাইজার্স হায়দরাবাদকে । সন্দীপ শর্মার বল মাঠের বাইরে ফেলে সোয়াই মানসিং স্টেডিয়ামে মরুঝড় থামিয়ে দিলেন আব্দুল সামাদ । কাশ্মীরের বছর একুশের সামাদের ব্যাটেই জেতা ম্যাচ মাঠে ফেলে এল 'স্যামসন অ্যান্ড কোং' । 4 উইকেটে জয়ের সুবাদে দিল্লিকে টপকে 9 নম্বরে উঠে এল নিজামের শহর ।
ক্রিকেটের যে কোনও যুক্তিতেই শেষ ওভারকে থ্রিলার ছাড়া আর কিছুই বলা যায় না। ওভার শুরুর সময় দরকার ছিল 17 রান। শেষ বলে এসে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে জেতার জন্য হায়দরাবাদের চাই পাঁচ রান। মানে বল মাঠের বাইরে পাঠানো ছাড়া আর কোনও রাস্তা নেই। সেই মতো ব্যাটও ঘুরিয়েছিলেন সামাদ। তবে সীমানার কাছে সামাদের ক্যাচ ধরে ফেলেন জস বাটলার।
বল ব্রিটিশ ক্রিকাটারের তালুবন্দি হতেই কার্যত আশা শেষ হয়ে যায় সামাদদের । ঠিক তখনই আম্পায়ার নো বলের সিদ্ধান্ত দেন। তার মানে ম্যাচ পকেটে পুরতে হলে দরকার 4 রান । এখানেই জ্বলে উঠলেন সামাদ। সন্দীপ শর্মার বল মাঠের বাইরে পাঠাতে এবার আর কোনও ভুল করেননি কাশ্মীরের যুবক । সামাদের ব্যাটেই রুদ্ধশ্বাস জয় পেল হায়দরাবাদ।