নয়াদিল্লি, 30 এপ্রিল: পাঁচ ম্যাচ হেরে শুরু করতেও গত দু'ম্যাচে জয় বদলে দিয়েছিল দলের চেহারাটা । ঘরের মাঠে তাই গত তিন ম্যাচে পরাজিত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক চাইছিল দিল্লি ক্যাপিটালস । বড় রান তাড়া করতে নেমে একটা সময় এতোটাই অ্যাডভান্টেজ ছিল ওয়ার্নার অ্যান্ড কোম্পানি, মনে হচ্ছিল কঠিন ম্যাচ সহজেই মুঠোয় নিতে চলেছে তারা । কিন্তু ডেথ ওভারে সানরাইজার্স বোলারদের পরিকল্পিত বোলিংয়ে পালটে গেল চিত্রটা । রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে বিপক্ষকে 198 রানের লক্ষ্যমাত্রা দিয়ে 9 রানে ম্যাচ জিতল অরেঞ্জ ব্রিগেড । সেইসঙ্গে হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরলেন মার্করামরা ।
অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের ঝোড়ো অর্ধশতরানে এদিন প্রথমে ব্যাট করে দু'শোর কাছাকাছি স্কোর খাড়া করে অ্য়াওয়ে টিম । অভিষেক করেন 36 বলে 67 রান । মারেন 12টি চার, একটি ছয় । অন্যদিকে 2টি চার এবং 4টি ছক্কায় 27 বলে 53 রানে অপরাজিত থাকেন ক্লাসেন । প্রোটিয়া ব্যাটারের সৌজন্যে দু'শোর দোরগোড়ায় পৌঁছে যায় সানরাইজার্স । 20 ওভারে 6 উইকেট হারিয়ে 197 রান তোলে তারা ।