পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin's Centurion Humour: মুম্বইয়ের হয়ে দারুণ ব্যাট করল শুভমন, সচিনকে নিয়ে তৈরি মিমে মশগুল সোশাল মিডিয়া - Virat Kohli

আইপিএল-এ একদিনে তিনটি সেঞ্চুরি ৷ টুর্নামেন্টের ইতিহাসে যা একটি নতুন রেকর্ড ৷ আর সেই নিয়েই সোশাল মিডিয়ায় মজা করে টুইট করলেন সচিন ৷

Sachin's Centurion Humour
Sachin's Centurion Humour

By

Published : May 22, 2023, 6:55 PM IST

কলকাতা, 22 মে: রবিবার রাতে আরসিবি'র হারের সঙ্গেই সঙ্গেই মধ্যে 10 বার আইপিএল প্লে-অফসে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই সঙ্গে একটি নতুন রেকর্ডও হয়েছে আইপিএল-এর ইতিহাসে ৷ একই দিনে 3টি সেঞ্চুরি করলেন তিন দলের তিন ক্রিকেটার ৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ক্যামরন গ্রিন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং গুজরাত টাইটান্সের শুভমন গিল ৷ তিন ব্যাটারের সেঞ্চুরিতে সোশাল মিডিয়া রসিকতা সচিন তেন্ডুলকরের ৷ সঙ্গে তিন ক্রিকেটারের প্রংশসাও করলেন মাস্টার ৷

শুভমনের সেঞ্চুরির দৌলতে ম্যাচ হেরে প্লে-অফসের দৌড় শেষ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ সেই সঙ্গে চতুর্থ দল হিসেবে আইপিএল প্লে-অফসে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যা নিয়ে হালকা মেজাজের একটি টুইট করলেন এমআই মেন্টর সচিন তেন্ডুলকর ৷ লিখলেন, ‘‘ক্যামরন গ্রিন এবং শুভমন গিল মুম্বই পলটনের হয়ে দারুণ ব্যাট করল ৷’’ সচিনের এই হিউমর এখন সোশাল মিডিয়ার আলোচনার বিষয় ৷

রবিবারের প্রথম ম্যাচে ক্যামরন গ্রিনের অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচে জিতে প্লে-অফসের আশা বাঁচিয়ে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর রাতে শুভমনের অপরাজিত সেঞ্চুরিতে গুজরাত টাইটান্সের জয়ে, প্লে-অফসে কোয়ালিফাই করেছে এমআই পলটনরা ৷ তাই সচিনের এই হিউমর যথার্থ ৷ তবে, নিজের সেরা শিষ্যের কৃতিত্বকে আলাদা করে কুর্ণিশ জানালেন মাস্টার ৷ তিনি লিখেছেন, ‘‘অসাধারণ ইনিংস খেলল বিরাট কোহলি ৷ দু’টি ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করল ৷ ওদের সবার নিজেদের পদ্ধতি এবং ক্লাস আছে ৷’’

আরও পড়ুন:ক্লাস-পাওয়ার-সোয়্যাগ, বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ শাসক শুভমন

গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে 8 উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ 100 রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যামরন গ্রিন ৷ এই ম্যাচ জেতার পর মুম্বই ইন্ডিয়ান্স রাতে আরসিবি বনাম জিটি ম্যাচের দিকে তাকিয়ে ছিল ৷ সেখানে আরসিবি হারলে এমআই-এর পরের রাউন্ডে কোয়ালিফাই করার একমাত্র সুযোগ ছিল ৷ কিন্তু, সেই ম্যাচেও বিরাট কোহলি 101 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে 197 রান তোলে আরসিবি ৷ কিন্তু, শুভমন গিলের 104 রানের ইনিংসে ভর করে 5 বল বাকি থাকতে 6 উইকেট ম্যাচ জেতে জিটি ৷ সঙ্গে প্লে-অফসে কোয়ালিফাই করেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তারা 24 মে চেন্নাইয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর খেলবে ৷

আরও পড়ুন:7 সেঞ্চুরি, সর্বাধিক রান; তবুও আইপিএল খেতাব অধরা টুর্নামেন্টের সফল ব্যাটার কোহলির

ABOUT THE AUTHOR

...view details