পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: টপ থ্রি'র দুরন্ত ব্যাটিংয়ে জায়ান্টসকে বড় রানের টার্গেট আরসিবি'র - আইপিএল

অ্যাওয়ে ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল লখনউ সুপার জায়ান্টস ।

IPL 2023
টস জিতে বল করছে লখনউ

By

Published : Apr 10, 2023, 7:24 PM IST

Updated : Apr 10, 2023, 9:34 PM IST

বেঙ্গালুরু, 10 এপ্রিল: বিরাট কোহলির তৈরি ভিতে রানের ইমারত গড়লেন ফাফ ডু'প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েল ৷ এই তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে লখনউ সুপার জায়ান্টসের সামনে 213 রানের লক্ষ্যমাত্রা রাখল রয়্যল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ অর্থাৎ ইডেনে নাইটদের কাছে পর্যুদস্ত হওয়ার পর ঘরের মাঠে ছন্দে ফিরল আরসিবি ৷ চিন্নাস্বামীতে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমাণাত্মক ব্যাটিং করেন আরসিবি ওপেনাররা ৷ শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি ৷

পাওয়ার প্লে-তে কোনও উইকেট না-হারিয়ে স্কোরবোর্ডে 56 রান যোগ করেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু'প্লেসিস ৷ তবে ক্যাপ্টেনের থেকে বেশি আক্রমণাত্মক প্রাক্তন অধিনায়ক বিরাট ৷ 35 বলে তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি ৷ আগের ম্যাচে ইডেনে নাইটদের কাছে 81 রানে পর্যুদস্ত হন কোহলিরা ৷ কিন্তু সোমবার ঘরের মাঠে পুরনো ছন্দে দেখা গেলে বিরাটদের ৷ 10 ওভারে কোনও উইকেট না-হারিয়ে 87 রান যোগ করে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেন আরসিবি-র দুই ওপেনার ৷ সেখান থেকে নির্ধারিত 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 212 রান তোলে আরসিবি ৷

কোহলি ব্যক্তিগত 61 রানে ডাগ-আউটে ফেরার পর ডু'প্লেসিসের সঙ্গে জুটি বাঁধেন ম্যাক্সেওয়েল ৷ ক্রিজে এসেই ব্যাটে ঝড় তোলেন এই অজি তারকা ব্যাটার ৷ শেষ পর্যন্ত 29 বলে হাফ-ডজন ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্যে 59 রান করেন ম্যাক্সি ৷ ক্যাপ্টেনের সঙ্গে জুটিতে 117 রান যোগ করেন তিনি ৷ ক্যাপ্টেন শেষ পর্যন্ত 79 রানের অপরাজিত থাকেন ৷ 46 বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকান ডু'প্লেসিস ৷ সেই সঙ্গে এদিন আইপিএলে সাড়ে তিন হাজার অতিক্রম করেন তিনি ৷

চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস । গত বছরের আইপিএলে সুপার জায়ান্টসের বিরুদ্ধে দু'বারই জিতেছিল আরসিবি । ফলে এই ম্যাচে বদলার সুযোগ রয়েছে কেএল রাহুলদের সামনে । সেই লক্ষ্যেই অ্যাওয়ে ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ

লখনউ সুপার জায়ান্টস একাদশ:কেএল রাহুল, কাইল মায়ার্স, দীপক হুডা, মার্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ড্য, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, অমিত মিশ্র, আভেশ খান, মার্ক উড, রবি বিষ্ণোই

Last Updated : Apr 10, 2023, 9:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details