হায়দরাবাদ, 4 এপ্রিল : আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দলগুলির মধ্যে এই মুহূর্তে সবার আগে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ এই মুম্বই দলের সামনেই এবার আইপিএল খেতাব জয়ের হ্যাটট্রিকের হাতছানি ৷ 2019 ও 2020 আইপিএল-র চ্য়াম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর সেই বিজয়ী দলের প্রথম একাদশের অধিকাংশ ক্রিকেটারকেই ধরে রেখেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ি ৷ সেই সঙ্গে সবচেয়ে বেশিবার আইপিএল জেতার রেকর্ডের ক্ষেত্রে চেন্নাই সুপার কিংগসের সঙ্গে নিজদেরে দূরত্বটা ডাবল করে নেওয়ার সুযোগ থাকছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৷
কাগজে কলমে দেখতে গেলে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরপর তিনবার আইপিএল জেতার মতো দল রয়েছে ৷ যেখানে গতবারের বিজয়ী দলের প্রধান ক্রিকেটারদের ধরে রেখেছে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা ৷ যে দলে অধিনায়ক রোহিত শর্মা, কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্টের মতো বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছেন ৷ এদের মধ্যে ডি’কক, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লাগাতার ভালো পারফর্মেন্স করে গিয়েছেন ৷ এই তিন ক্রিকেটারের মধ্যে সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন ৷