বেঙ্গালুরু, 17 এপ্রিল:টস হেরেও প্রথমে ব্যাটিংয়ের সুবিধা তুলে নিল চেন্নাই সুপার কিংস ৷ শুরুটা ভালো না-হলেও ডেভন কনওয়ে ও শিভম দুবের ধামাকাধার ব্যাটিংয়ে কোহলিদের সামনে 'বিরাট' চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ধোনি অ্যান্ড কোং ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 226 রান তোলে সিএসকে ৷
মহম্মদ সিরাজ শুরুতেই রুতরাজ গায়কোয়াডকে ডাগ-আউটে ফেরালেও রান তোলার গতি কমেনি সিএসকে-র ৷ অপর ওপেনার কনওয়ের 45 বলে 83 রানের ঝোড়ো ইনিংস বড় রানের ভিত গড় দেয় ৷ ইনিংসে হাফ-ডজন ছক্কা ও হাফ-ডজন বাউন্ডারি হাঁকান ধোনির দলের এই কিউয়ি ব্যাটার ৷ দ্বিতীয় উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে 74 রান যোগ করেন কনওয়ে ৷ রাহানেও 37 রানের ঝোড়ো ইনিংস খেলেন ৷ 20 বলের ইনিংসে 2টি ছয় ও তিনটি চার মারেন ইনফর্ম রাহানে ৷
তবে সিএসকে ইনিংসে বেশি ভয়ংকর ছিলেন দুবে ৷ 27 বলে পাঁচটি ছয় ও 2টি চারের সাহায্যে 52 রানে ঝকঝকে ইনিংস খেলেন তিনি ৷ এরপর অম্বাতি রায়ডু 6 বলে 14 এবং মইন আলি ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই দু'শো রানের গণ্ডি টপকে যায় সুপার কিংস ৷ আগের ম্যাচে 'দিল্লি জয়' ধোনিদের বিরুদ্ধে 227 রানের টার্গেটে পৌঁছনো মোটেই সহজ হবে না বিরাটদের ৷
আরসিবি বনাম সিএসকে'র মেগা ডুয়েল আইপিএলের ইতিহাসে বরাবরই অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ৷ তবে হাইভোল্টেজ ম্যাচের তকমা ছাপিয়ে এই ম্যাচ আরও বেশি করে গুরু বনাম তাঁর ভাবশিষ্যের ডুয়েল ৷ কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির ৷ তবে সোমবার চিন্নাস্বামীতে গুরু-শিষ্যের দ্বৈরথ দেখা নিয়ে তৈরি হয়েছিল আশংকা ৷ কারণটা, অবশ্যই এমএস-এর হাঁটুর চোট ৷ যা প্রতিযোগিতার শুরু থেকেই ভোগাচ্ছে ধোনিকে ৷ তবে সব আশংকা দূরে সরিয়ে এদিন আরসিবি'র বিরুদ্ধে মেগা ম্যাচে টস করতে নামলেন টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক ৷ যদিও টসভাগ্য এদিন সঙ্গ দিল না মাহিকে ৷ টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷