পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভাঙা আঙুল নিয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস - রাজস্থান ফ্র্যাঞ্চাইজ়ি

চোট পেলেও রাজস্থান শিবির ছেড়ে যাচ্ছেন না বেন স্টোকস ৷ তিনি দলকে বাইরে সাহায্য করতে চান ৷ আর তাঁর সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজস্থান রয়্যালসের টিম ম্য়ানেজমেন্ট ৷

rajasthan royals allrounder ben stokes ruled out from ipl with broken finger
ভাঙা আঙুল নিয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

By

Published : Apr 14, 2021, 1:17 PM IST

Updated : Apr 14, 2021, 1:46 PM IST

মুম্বই, 14 এপ্রিল : আইপিএল থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার বেন স্টোকস ৷ তাঁর বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছে বলে রাজস্থান ফ্র্যাঞ্চাইজ়ির তরফে টুইট করা হয়েছে ৷ পঞ্জাব কিংগসের বিরুদ্ধে গত 12 এপ্রিল রাজস্থানের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান বেন ৷ ইংল্যান্ডের এই ক্রিকেটারের আঙুলে স্ক্যান রিপোর্ট আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে ৷

তবে, চোট পেলেও রাজস্থান শিবির ছেড়ে যাচ্ছেন না বেন স্টোকস ৷ তিনি দলকে বাইরে সাহায্য করতে চান ৷ আর তাঁর সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজস্থান রয়্যালসের টিম ম্য়ানেজমেন্ট ৷ গত সোমবার পঞ্জাব কিংগসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ক্রিস গেইলের লো ক্যাচ ধরার পরেই আঙুলে ব্যাথা অনুভব করেন তিনি ৷ যার জেরে মাত্র 1 ওভার বল করেন বেন ৷ এমনকি ব্যাট করতে নেমেও তেমন স্বচ্ছন্দ বোধ করছিলেন না ৷ ফলে রাজস্থানের ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বেন স্টোকস ৷

আরও পড়ুন :আইপিএলে দ্বিতীয় ম্যাচেই হারল কলকাতা, 10 রানে জিতল মুম্বই

ইতিমধ্যে এই সিজ়নের জন্য বেন স্টোকসের পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে রাজস্থান রয়্যালস ৷ তবে, বেন স্টোকস যে রাজস্থান দলের এক গুরুত্বপূর্ণ সদস্য় তাও স্পষ্ট করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়ি ৷ একটি বিবৃতি প্রকাশ করে সেখানে বলা হয়েছে, ‘‘রাজস্থান রয়্যালস দলের প্রত্য়েকে বেনকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খুবই মান্য করে ৷ মাঠের ভিতরে এবং বাইরে তিনি রাজস্থান রয়্যালসের সম্পদ ৷ আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷

Last Updated : Apr 14, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details