মুম্বই, 19 এপ্রিল : জাতীয় দল থেকে বাদ পড়ে নিজের ব্য়াটিং টেকনিক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন পৃথ্বী শ ৷ অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে প্রথম ম্যাচের 2 ইনিংসে ব্যর্থ হওয়ার পর তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তবে, দল থেকে বাদ পড়ে নিজের ব্যাটিং টেকনিকে বদল ঘটিয়েছেন বলে জানালেন ভারতীয় এই ওপেনার ৷ আর তারপরেই দারুণভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন মুম্বইয়ে এই তরুণ ক্রিকেটার ৷
প্রসঙ্গত, বিজয় হাজারে ট্রফিতে এবছর 827 রান করেছেন তিনি ৷ বিজয় হাজারে ট্রফির ইতিহাসে প্রথম কোনও ক্রিকেটার এত রান করেছেন ৷ আর সেই ছন্দ এবার আইপিএলেও ধরে রেখেছেন পৃথ্বী শ ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে আইপিএল-র প্রথম ম্যাচে মাত্র 38 বলে 72 রানের ইনিংস খেলেন তিনি ৷ গতকাল পঞ্জাব কিংগসের বিরুদ্ধেও 196 রান তাড়া করে জিতেছে দিল্লি ক্যাপিটালস ৷ যে ম্যাচে মাত্র 17 বলে 32 রান করেছেন পৃথ্বী ৷