ওয়ারখেড়ে, 16 এপ্রিল: সুপার সানডে-তে আইপিএলে আরও এক ডাবল হেডার। প্রথম ম্যাচেই মহারণ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ৷ রোহিতের মুম্বই নামছে নীতিশ রানার কেকেআরের বিরুদ্ধে ৷ জয় পেতে মরিয়া দু'দলই। অতীতে বার বার এই মাঠ থেকে খালি হাতে ফিরেছে শাহরুখ খানের দল। এ বার কী হবে? হাসি ফুটবে কি ফর্মে থাকা রিঙ্কু সিং-দের মুখে ?
প্রথম ম্যাচে হার। পরপর দু'টো ম্যাচে জয় । আবার চতুর্থ ম্যাচে হারের পর আজ মুম্বই অভিযানে নামছে নাইটরা। অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরশুমের প্রথম জয় পেয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই পরিস্থিতি এই ম্যাচে জয় দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। এমনিতেই মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জেতার রের্কড খুব একটা ভালো নয় । ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই পরিসংখ্যান আরও খারাপ। সেই ওয়াংখেড়েতেই আজ কেকেআর বনাম মুম্বই দ্বৈরথ। সানরাইজার্সের বিরুদ্ধে হার কেকেআরের বেশ কয়েকটি বিষয়ে চিন্তা বাড়িয়েছে।
হায়দরাবাদ ম্যাচ হারের পর মাঝে শুধু একটা দিন সময় পেয়েছে কেকেআর। সেদিন ছিল পয়লা বৈশাখ। উৎসব ও ভুরিভোজ সেরে মুম্বই উড়ে যায় নাইটরা। ফলে অনুশীলনের সময় খুব একটা পাওয়া যায়নি। তবে যে প্লাস পয়েন্টগুলি রয়েছে কেকেআরের তা হল তৃতীয় ম্যাচ হারলেও পরপর তিনটি ম্যাচে দুশোের উপর রান করেছে কেকেআর। ছন্দে রয়েছেন নীতিশ রানা থেকে শুরু করে রিঙ্কু সিংরা ৷ অন্যদিকে, আইপিএলের চারটি ম্যাচ খেলার পরেও ওপেনিং নিয়ে সমস্যার সমাধান করতে পারেনি কেকআর শিবির। প্রতি ম্যাচেই শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছে কলকাতা।
আরও পড়ুন:প্রীতির পঞ্জাব কিংসকে জেতালেন শাহরুখ, ঘরের মাঠে হারলেন রাহুলরা
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে সঠিক ওপেনিং জুটি বেছে নেওয়াই প্রধান চ্যালেঞ্জ নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে। অপরদিকে, আন্দ্রে রাসেলের ফর্ম আর চোটও সমস্যার বিষয়। আজকের ম্যাচে খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি দলের পেস অ্যাটাকেরও ধারাবাহিকতার অভাব। এই বিষয়গুলি চিন্তায় রেখেছে কেকেআর ম্যানেজমেন্টকে। অপরদিকে, গত মরসুমের পর এবারও শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম দুটি ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরেছে মুম্বই। তবে মুম্বইয়ের পক্ষে ভালো দিক গত ম্যাচে রানে ফিরেছে রোহিত শর্মা ও ইশান কিশান।