পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেন্নাইতে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ছাড়া পেলেন মুথাইয়া মুরলীধরন - সানরাইজার্স হায়দরাবাদ

হৃদযন্ত্রে ব্লকেজ সফল অস্ত্রোপচারের পর আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল মুথাইয়া মুরলীধরনকে ৷ রবিবার চেন্নাইয়ের হাসপাতালে অস্ত্রোপচার করা হয় প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটারের ৷ গত মার্চ মাসের শেষে তাঁর হৃদযন্ত্রে এই ব্লকেজ ধরা পড়ে ৷

muttiah-muralitharan-undergoes-heart-surgery-in-chennai
চেন্নাইতে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ছাড়া পেলেন মুথাইয়া মুরলীধরন

By

Published : Apr 19, 2021, 6:43 PM IST

Updated : Apr 19, 2021, 7:08 PM IST

চেন্নাই, 19 এপ্রিল : অ্যানজিওপ্লাস্টি হওয়ার পর সোমবার চেন্নাইয়ের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল শ্রীলঙ্কার কিংবদন্তী প্রাক্তন অফ স্পিনার মুথাইয়া মুরলীধরনকে ৷ গত মার্চ মাসের শেষে তাঁর হৃদযন্ত্রে একটি ব্লকেজ ধরা পড়ে ৷ রবিবার সেই ব্লকেজটি অ্যানজিওপ্লাস্টি করা হয় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৷ এই অস্ত্রোপচারটি পূর্ব পরিকল্পনা মাফিক করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, মুথাইয়া মুরলীধরন চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে ছিলেন ৷ তিনি হায়দরাবাদ দলের মেন্টর তথা স্পিনং বোলিং পরামর্শদাতা ৷ বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন তিনি ৷ সেখানেই তাঁর এই অস্ত্রোপচার করা হয়েছে ৷ অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মুরলীধরন সানরাইজার্স দলের সঙ্গে যোগ দেবেন বলে সংবাদ সংস্থার তরফ জানানো হয়েছে ৷ হাসপাতালের তরফে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখছেন ৷ বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : ফরাসি ওপেনে খেলবেন, নিশ্চিত করলেন ফেডেরার

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 800 উইকেট নিয়েছেন মুথাইয়া মুরলীধরন ৷ এমনকি ওয়ান’ডে ক্রিকেটেও 534 উইকেট শিকার করেছেন কিংবদন্তী এই শ্রীলঙ্কান ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর 2015 সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং দলের সদস্য তিনি ৷

Last Updated : Apr 19, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details