মুম্বই, 16 এপ্রিল: আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি ৷ 51 বলে 104 রানের ইনিংসে কলকাতা নাইট রাইডার্সকে সম্মানজনক পৌঁছতে সাহায্য করেন তিনি ৷ রবিবাসরীয় মেগা ম্যাচে পল্টনদের বিরুদ্ধে মাত্র 49 বলে সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ ৷ সৌজন্যে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 186 রান তোলে নাইটরা ৷ তবে, এদিন অধিনায়ক নীতীশ রানা (5) এবং মিডল-অর্ডারে রিঙ্কু সিং (18) রান পাননি ৷
উল্লেখ্য, ওয়াংখেড়ের পাটা উইকেটে ভেঙ্কটেশ আইয়ার ছাড়া আর কোনও নাইট ব্যাটার রান করতে পারেননি ৷ গত ম্যাচে ভালো খেললেও ওপেন করতে নেমে জগদীশনের রানের খাতা শূন্য ছিল আজকে ৷ শেষ দু’ওভারে আন্দ্রে রাসেল (11 বলে 21 রানে অপরাজিত) কিছু বড় শট খেলে কলকাতাকে বড় রান তুলতে সাহায্য করেন ৷ তবে, কলকাতার ব্যাটিংয়ে আজ হিরো ছিলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ তাঁর 104 রানের ইনিংসে 6টি বাউন্ডারি এবং 9টি ওভার বাউন্ডারি ছিল ৷ ওয়াংখেড়ের ছোট বাউন্ডারি লাইনের ওপারে অধিকাংশ বল পাঠিয়েছেন তিনি ৷
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল জগতে অভিষেক করা অর্জুন তেন্ডুলকরের দিনটা খুব একটা ভালো যায়নি ৷ পাওয়ার প্লে-তে 2 ওভার করানোর পর, তাঁকে আর বল দেননি স্ট্যান্ডবাই অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ 2 ওভারে 17 রান দিয়েছেন অর্জুন ৷ আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ৷ পেটের সমস্যার কারণে মুম্বই অধিনায়ক এই ম্যাচে নেই বলে টস জিতে জানান সূর্যকুমার যাদব ৷ সেই কারণে, রোহিত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন ৷