পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: বৃষ্টিভেজা মোতেরায় দুরন্ত গিল, শুভমনের ব্যাটে রানের পাহাড়ে গুজরাত - আইপিএল

মেগা ম্যাচে শুভমন শো । আকাশের মুখ ভার থাকায় পিছিয়ে গিয়েছিল টসের সময় । বৃষ্টিভেজা ম্যাচে খেল দেখালেন গিল । পঞ্জাব তনয়ের ব্যাটে 233 রানের বিরাট ইনিংস গড়ল গুজরাত ।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 26, 2023, 7:52 PM IST

Updated : May 26, 2023, 10:08 PM IST

আমেদাবাদ, 26 মে: আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ আকাশের মুখ ভার থাকায় পিছিয়ে গিয়েছিল টসের সময় । যদিও তাতে কোনও সমস্যা হয়নি গুজরাতের । বৃষ্টিভেজা ম্যাচে খেল দেখালেন শুভমন গিল । পঞ্জাব তনয়ের ব্যাটে এল 129 রানের দুরন্ত ইনিংস । 43 রান করলেন সাই সুদর্শন । প্রথমে ব্য়াট করতে নেমে 233 রানের বিরাট ইনিংস গড়ল গুজরাত । ফাইনালে পৌঁছতে হলে 234 রান তাড়া করার অসাধ্যসাধন করতে হবে মুম্বইকে ।

মোতেরায় ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা নিয়েই নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । দলের নিরিখে গুজরাত মুম্বইয়ের থেকে অনেক বেশি শক্তিশালী হলেও প্লে-অফের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই কঠিন প্রতিপক্ষ ৷ এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসকে মাত্র 101 রানে অলআউট করে দিয়েছিল ৷ কিন্তু, সেখানে মুম্বই বোলারদের থেকে অনেক বেশি ভুল এলএসজি ব্যাটারদের ছিল ৷ তবে, উত্তরাখণ্ডের ডান-হাতি পেসার আকাশ মাধওয়াল প্রথম বোলার হিসেবে প্লে-অফসের ম্যাচে 5 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, লিগে এক নম্বর হয়ে প্লে-অফে উঠেও প্রথম সুযোগে ফাইনাল নিশ্চিত করতে পারেনি গুজরাত ।

প্রথমে ব্যাট করে মুম্বই বোলারদের নাজেহাল করে দিয়েছে গুজরাত । অন্যদিকে গুজরাত টাইটান্সের বোলিংকে সবাই এগিয়ে রাখছে ৷ যেখানে মহম্মদ শামি, মোহিত শর্মা, যশ দয়াল, রশিদ খান, নূর আহমেদরা ব্যাটিং-হেভি মুম্বই ইন্ডিয়ান্সের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে ৷ বিশেষত, টুর্নামেন্টের প্রথম দুই সেরা বোলার মহম্মদ শামি এবং রশিদ খান ৷ শামির এখনও পর্যন্ত টুর্নামেন্টে উইকেট সংখ্যা 26 এবং রাশিদ খানের 25 ৷ ফলে দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের কাজটা যে অসম্ভবের সামিল, তা মানছেন ক্রিকেট বোদ্ধারাও ।

আরও পড়ুন: 8-9 মাস সময় আছে ভাবার, আইপিএলে অবসর জল্পনায় মন্তব্য ধোনির

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল

বিকল্প: নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, রাঘব গোয়াল, সন্দীপ ওয়ারিয়ার, রমনদীপ সিং

আরও পড়ুন: মুম্বইয়ের হয়ে দারুণ ব্যাট করল শুভমন, সচিনকে নিয়ে তৈরি মিমে মশগুল সোশাল মিডিয়া

গুজরাত টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, বি সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মহম্মদ শামি

বিকল্প: জোশ লিটল, ওডিয়ান স্মিথ, আর সাই কিশোর, শিবম মাভি, কেএস ভারত

Last Updated : May 26, 2023, 10:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details