মুম্বই, 10 মে : মরণ-বাঁচন ম্যাচ জিতে ‘অঙ্কের বিচারে’ প্লে-অফের দৌড়ে রইল কলকাতা ৷ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে জলে গেল বুমরা-ঝড় ৷ ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বই ৷ অন্যদিকে, হারলে ছিটকে যেত কলকাতাও ৷ এই অবস্থায় মনে করা হয়েছিল, চাপমুক্ত থাকায় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নেবেন রোহিতরাই ৷ যদিও সোমবারের সন্ধ্যায় ফলাফল ঠিক তার উলটো ৷ প্য়াট কামিন্সের এক ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেল ‘রোহিত অ্যান্ড কোং’ (Kolkata Knight Riders vs Mumbai Indians in IPL 2022) ৷
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত ৷ বুমরার অসাধারণ স্পেলে কার্যত মাটি ধরে কেকেআরের মিডল অর্ডার ৷ যদিও সেই ধাক্কার আগেই বেগুনি জার্সিধারীদের বড় জায়গায় পৌঁছে দেয় প্রথম তিন ব্যাটার ৷ শ্রেয়সদের দেওয়া 166 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন রোহিত শর্মা ৷ যদিও মুম্বই অধিনায়কের আউট নিয়ে ধন্দ্বে ধারাভাষ্যকাররাও ৷ রিপ্লে-তে পরিষ্কার দেখা যায়, বল ব্যাট থেকে কিছুটা দূরে ছিল ৷ তবে আলট্রাএজে দেখা যায় বল ব্যাট ছুঁয়েছে ৷ যা দেখেই আউট দেন তৃতীয় আম্পায়ার ৷
যদিও রোহিতের ব্যর্থতার দিনেই রানে ফিরলেন ঈশান ৷ পনেরো কোটির ব্যাটারের 43 বলে 51 রানে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মুম্বইশিবির ৷ যদিও ঝাড়খণ্ডের ব্যাটার বাদে এদিন প্রত্যেকেই ব্যর্থ ৷ তিন নম্বরে নেমে এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ তিলক বর্মাও ৷ হায়দরাবাদি ব্যাটারের এদিনের অবদান মাত্র 6 রান ৷ চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব ৷ ‘স্কাই’-এর জায়গায় আসা রমনদীপ সিং ক্রিজে এসে নিজের দায়িত্বটাই বুঝতে পারলেন না ৷ পরপর তিনটি চার মেরে ভাল শুরু করলেও টিম ডেভিডকে ফেরালেন দলে ফেরা বরুণ চক্রবর্তী ৷