কলকাতা, 23 ডিসেম্বর: বিহারের আড়া জেলা থেকে বাবার হাত ধরে কলকাতায় চলে এসেছিলেন । বাবা সেইসময় এই শহরের রাস্তায় ট্যাক্সি চালাতেন । ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও পথ জানা ছিল না । এভাবেই অচেনা কলকাতাকে চিনেছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar reaction) ।
বিহারের ছেলে হলেও তাঁর ক্রিকেটীয় সত্ত্বার জন্ম বঙ্গেই । বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন । রি-হ্যাব চলছে । এরমধ্যেই দিল্লি ক্যাপিট্যালসের হয়ে আইপিএলে খেলার সুযোগ এসেছে । সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে রিকি পন্টিংয়ের দল দিল্লি ক্যাপিট্যালস তাঁকে দলে নিয়েছে । বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না মুকেশের ।
বাংলার পেসার বলেন, “সত্যি ভালো লাগছে । তবে আনন্দের দিনে মনে পড়ছে বাবাকে । আমার এই উঠে আসার পিছনে বাংলা দলের, সিএবি-র ভিশন 2020 অবদান রয়েছে। আমি কৃতজ্ঞ রণদেব বসু, শিবশংকর পালের কাছে । বাংলা দলের প্রতিটি সদস্যের কাছেই আমি কৃতজ্ঞ ।”