পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: মোতেরায় 'সিংহগর্জন', ব্রেথওয়েটকে মনে করিয়ে 'নাইটহুড' রিঙ্কু - কলকাতা নাইট রাইডার্স

অ্যাওয়ে ম্যাচে ফিরতেই স্বমহিমায় কেকেআর । নন্দনকাননে নান্দনীয় পারফরম্যান্সের পর তৃতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় নাইটদের ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 9, 2023, 7:28 PM IST

Updated : Apr 9, 2023, 8:06 PM IST

আমেদাবাদ, 9 এপ্রিল:ধুলকে ধুয়েমোতেরায় নাইটদের রাজা রিঙ্কু ।ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল গুজরাত টাইটান্স । প্রথমে ব্যাট করে 204 রান তুলে জয়ের গন্ধ পেতেও শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । যদিও তাতে বাঁধ সেধেছিলেন ভেঙ্কটেশ আইয়ার । ম্যাচটা শেষ করলেন রিঙ্কু সিং । যশ ধুলের শেষ ওভারে পরপর পাঁচটি ছয় মেরে মোতেরা মাত করলেন আলিগড়ের ছোটে ওস্তাদ ।

রশিদের দুরন্ত ওভারের পর শেষ 6 বলে জয়ের জন্য দরকার ছিল 29 রান । ক্রিজে রিঙ্কুর সঙ্গী ছিলেন উমেশ যাদব । প্রথম বলে 1 রান নিয়ে স্ট্রাইক দেন রিঙ্কুকে । 5 বলে দরকার ছিল 28 রান । অর্থাৎ কমপক্ষে 4টি ছক্কা মারতেই হবে ষ নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে তিনিও আশা করেননি যে অসাধ্যসাধন করবেন একসময় নাইট দলে ব্রাত্য রিঙ্কু । তাঁর ব্য়াটেই এদিন অবিশ্বাস্য জয় পেল কলকাতা । ঠিক যেমনভাবে 2016 সালের টি-20 ফাইনালে চার ছক্কায় ইতিহাস লিখেছিলেন কার্লোস ব্রেথওয়েট ।

ধুলকে ধুয়ে মোতেরায় নাইটদের রাজা রিঙ্কু

যশ ধুলের দ্বিতীয় বল উড়িয়ে দেন রিঙ্কু । তৃতীয় বলে ফের ফুলটস দেন ধুল । লেগ সাইডে গ্যালারিতে ফেলেন ছোটে ওস্তাদ । চতুর্থ বলে ফের ফুলটস দেন ধুল । লং অফের ওপর দিয়ে বল উড়ে যায় । চতুর্থ বল হাফভলি, লং অনের ওপর দিয়ে বলের ঠিকানা সেই গ্যালারি । আউটসাইড অফ স্টাম্পে পড়া শেষ বলকে গ্যালারিতে পৌঁছে ইতিহাস লিখলেন রিঙ্কু ।

আইপিএলের ইতিহাস বলছে, শেষ বলে ছয় মেরে বহু ম্যাচেই জয় এসেছে । ধোনি, রায়াডুরা জিতিয়েছেন দলকে । শেষ দু'বলে 12 রান করে জিতিয়েছেন রাহুল তেওয়াটিয়া । কিন্তু পাঁচ বলে পাঁচটি ছয় ? রিঙ্কুর তাণ্ডবের সাক্ষী দলের মালকিন জুহি চাওলাও । গত ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের পর রিঙ্কুকে নিয়ে উচ্ছ্বাসে ভেসেছিল দল । সেই আস্থারই ভরসা রাখলেন উত্তর প্রদেশের ব্যাটার ।

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামা আইয়ারের 40 বলে 83 রানের বিস্ফোরক ইনিংসে প্রবলভাবে জয়ের দিকে এগোচ্ছিল নাইটরা । কিন্তু 17তম ওভারে রশিদ খান আসতেই ম্যাচে ফিরেছিল গুজরাত । হ্যাটট্রিকে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও গত ম্যাচের তারকা শার্দূল ঠাকুরকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান আফগানি রহস্য স্পিনার । কিন্তু রিঙ্কুর দাপটে রবিবারের রাত নাইটদের ।

আরও পড়ুন: সৌজন্যে ভক্তকূল ! বল্গাহীন গতিতে ছুটছে ষোড়শ আইপিএল

Last Updated : Apr 9, 2023, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details