পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: সম্মান ও টুর্নামেন্টে অস্তিত্ব রক্ষার লড়াই কেকেআর-এলএসজি’র - IPL

আইপিএল প্লে-অফে কেকেআর-এর দৌড় কার্যত শেষ ৷ কিন্তু, এলএসজি-র সরাসরি নেট রানরেটের অংক দূরে রেখে সরাসরি প্লে-অফে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ৷ যে ম্যাচে আজ রাতে ইডেনে মুখোমুখি কেকেআর বনাম এলএসজি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : May 20, 2023, 3:38 PM IST

কলকাতা, 20 মে: আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস ৷ প্রথম দল কলকাতার ফ্র্যাঞ্চাইজি ৷ আর প্রতিপক্ষ দলের সঙ্গেও রয়েছে কলকাতা যোগ ৷ কিন্তু, আজকের এই ম্যাচের গুরুত্ব দুই দলের কাছে দু’রকম ৷ ঘরের মাঠে সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ নাইটদের কাছে আত্মসম্মানের ৷ প্রথমত, লখনউয়ের কলকাতা যোগসূত্র ৷ দ্বিতীয়ত, শেষ ম্যাচ জিতে মাথা উঁচু করে টুর্নামেন্ট শেষ করা ৷ আর এলএসজি-র কাছে আজ রাতের ম্যাচে জয়ের অর্থ সরাসরি প্লে-অফ ৷

অংকের হিসেবে কলকাতা নাইট রাইডার্স এখনও টুর্নামেন্টে বেঁচে আছে ৷ কিন্তু, সেই ‘অংক কী কঠিন’, তা নাইট শিবিরও জানে ৷ তারা এই মুহূর্তে নেট রানরেটে নেগেটিভে আছে ৷ সেখান থেকে পজিটিভ রানরেটে এসে আরসিবি, লখনউকে টেক্কা দেওয়া এভারেস্ট চড়ার থেকেও কঠিন কাজ ৷ তাই আজকের ম্যাচ জিতলেও প্লে-অফের দরজা কেকেআর-এর জন্য এবারের মতো বন্ধ ৷ কিন্তু, ঘরের মাঠের দর্শকদের আনন্দ দিতে শেষ ম্যাচে জিতে সম্মানের সঙ্গে মরশুম শেষ করতে চাইবেন নীতীশ রানা এবং চন্দ্রকান্ত পণ্ডিতরা ৷ আবার সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট দল হিসেবে মোহনবাগানের সমর্থন যদি লখনউ পায়, তবে কেকেআর-এর কাছে এই ম্যাচ আত্মমর্যাদার হয়ে দাঁড়াবে ৷

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের কাছে আজকের ম্যাচ শুধু ফ্র্যাঞ্চাইজির সম্মান নয় ৷ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই ৷ কারণ আজকের ম্যাচ জিততে পারলে সরাসরি প্লে-অফে কোয়ালিফাই করবে লখনউ সুপার জায়ান্টস ৷ পয়েন্ট ও নেট রানরেটের হিসেবে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে রয়েছে ৷ তাদের 13 ম্যাচে 15 পয়েন্ট ও রান রেট 0.30 পজিটিভে রয়েছে ৷ তবে, 2 নম্বর না তিন নম্বর তা এখনই নিশ্চিত বলা সম্ভব নয় ৷

আরও পড়ুন:নাইটদের বিরুদ্ধে ইডেনে মোহনবাগান সমর্থকদের সঙ্গে চান ক্রুণাল

আজ দুপুরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস জিতে গেলে তারা কোয়ালিফাই করবে ৷ তখন 2 নম্বরে থাকার সুবিধা পেতে হলে, সিএসকে-এর নেট রাটরেটকে টেক্কা দিতে হবে ৷ সেটা অবশ্যই লখনউয়ের হাতে থাকবে ৷ সেটা করতে না পারলে জিতলেও 3 নম্বরে থেকে কোয়ালিফাই করবে এলএসজি ৷ আর চেন্নাই 2 নম্বর দল হিসেবে ঘরের মাঠে প্রথম কোয়ালিফায়ার খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:ঘরের মাঠে সুবিধা নিতে না পারাতেই ব্যর্থতা, মানছেন নাইট কোচ

ABOUT THE AUTHOR

...view details