কলকাতা, 29 মার্চ: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার খুব দ্রুত অ্যাকশনে ফিরবেন ৷ এমনটাই আশা করছেন কেকেআর-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit Hoping Shreyas Iyer is Back Very Soon) ৷ তিনি এটাও বিশ্বাস করেন, দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নীতীশ রানা দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবেন ৷ উল্লেখ্য, পিঠে চোটের কারণে বেশ কিছু সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয়েছে শ্রেয়স আইয়ারকে ৷ তিনি আইপিএল এর প্রথমদিকে থাকতে পারবেন না ৷ তবে, দ্বিতীয় হাফে খেলার মতো ফিটনেস থাকবে কিনা, তা নিয়েও নিশ্চিত নয় কেকেআর ম্যানেজমেন্ট ৷
উল্লেখ্য, পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের সঙ্গেই ছিলেন না শ্রেয়স ৷ এর পর চতুর্থ টেস্টে ফিল্ডিং করার সময় ফের চোট পান তিনি ৷ তার জেরে দ্বিতীয় দিনের পর আর মাঠেই ফিরতে পারেননি ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার ৷ এই পরিস্থিতিতে, শ্রেয়স বর্তমানে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷ কেকেআর ম্যানেজমেন্টের আশা শ্রেয়সকে সিজনের দ্বিতীয়ার্ধে পাওয়া যাবে ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছে বিসিসিআই এর মেডিক্যাল টিমের উপর ৷
মঙ্গলবার প্রথম সাংবাদিক বৈঠকে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, পুরো দলকে না পাওয়ায় তিনি কোনওদিন পিছিয়ে আসেননি ৷ তবে, তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে, শ্রেয়সের অনুপস্থিতি অবশ্যই দলে একটা ফারাক তৈরি করবে ৷ কারণ, শ্রেয়স একটা ম্যাচে বড় প্রভাব তৈরি করতে পারেন ৷ কিন্তু, ওর অনুপস্থিতি দলের কাছে দুর্ভাগ্যের বলে জানিয়েছেন কোচ চন্দু পণ্ডিত ৷