কলকাতা, 2 ডিসেম্বর: আগামী 23 ডিসেম্বর প্রথমবার কোচিতে বসছে আইপিএলের নিলাম পর্ব (IPL 2023 Auction) ৷ যে নিলামে অংশগ্রহণ করতে চলেছেন 991 জন ক্রিকেটার (991 Cricketers Register Their Name) ৷ যাঁদের মধ্যে 714 জন ভারতীয় ৷ ভারত ছাড়াও 14টি ভিনদেশের ক্রিকেটাররা এই নিলামে অংশ নেবেন ৷ বিদেশি ক্রিকেটারদের নাম নথিভুক্তকরণের নিরিখে সবার আগে রয়েছে অস্ট্রেলিয়া ৷ মোট 57 জন অজি ক্রিকেটারের নাম 23 ডিসেম্বরের নিলামে নথিভুক্ত হয়েছে ৷
14টি ভিনদেশের ক্রিকেটারদের নাম নথিভুক্তকরণের নিরিখে অস্ট্রেলিয়ার পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ সেদেশ থেকে মোট 52 জন ক্রিকেটার আইপিএল নিলামে উঠবেন ৷ এরপর তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের 33 জন ক্রিকেটার ৷ পরবর্তীতে যথাক্রমে ইংল্যান্ডের 31 জন, নিউজিল্যান্ডের 27 জন, শ্রীলঙ্কার 23 জন, আফগানিস্তানের 14 জন, আয়ারল্যান্ডের 8 জন, নেদারল্যান্ডসের 7 জন ক্রিকেটার, বাংলাদেশের 6 জন, সংযুক্ত আরব আমিরশাহীর 6 জন, জিম্বাবোয়ের 6 জন, নামিবিয়ার 5 জন এবং স্কটল্যান্ডের 2 জন ক্রিকেটারের নাম নিলামের জন্য নথিভুক্ত হয়েছে ৷