কলকাতা, 26 মে: ছাপ্পান্ন হাজারের ইডেন অবিশ্বাস্য লড়াই দেখল বুধ-সন্ধ্যায় । রজত পাতিদারের (IPL 2022) কোহিনুর মাখা ইনিংসের পরে প্রত্যাঘাত প্রত্যাশিতই ছিল । সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ইডেনের এই বাইশ গজে দুশো রান তাড়া করা সম্ভব । ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের কথা লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুল শুনেছিলেন কি না জানা নেই । তবে প্রতিপক্ষের 207 তাড়া করতে নেমে লখনউ হাল ছাড়েনি । শেষ তিন ওভারের আগে পর্যন্ত লখনউ চোখে চোখ রেখে রয়্যালসদের চ্যালেঞ্জ ছুড়ে দিল । অধিনায়ক কেএল রাহুলের 58 বলে 79 সেই পাল্টা চ্যালেঞ্জের একমাত্র অবলম্বন । পাশে দীপক হুডার 26 বলে 45 ছাড়া আর কোনও বলার মতো রান নেই । ফলে রয়্যালদের চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে গিয়ে রাহুল যেন একা কুম্ভ । লখনউ থামল 14 রান দূরে, 193এ । পরাজয়ের কারণ হিসেবে লখনউ অধিনায়ক ফিল্ডিংয়ের গাফিলতিকে দায়ী করেছেন । তাঁর ব্যাখ্যায় ভুল নেই । কারণ পাতিদারের সেঞ্চুরিতে ভাগ্যের সহায়তা রয়েছে । দিনের শেষে জিতল ক্রিকেট । ইডেন মাঝরাত পর্যন্ত দেখল বাইশ গজে হাড্ডাহাড্ডি লড়াই।
যে মঞ্চ তৈরি ছিল বিরাট কোহলির জন্য, সেখানে এ দিন মস্তানি দেখান রজত পাতিদার (Rajat Patidar)। মাত্র 49 বলে শতরান করেন আরসিবির ক্রিকেটার । তার মধ্যে রয়েছে 6টি ছক্কা এবং 11টি চার । 17.4 ওভারে মহসিন খানের বলে ছক্কা হাঁকিয়ে 100 করেন পাতিদার (Rajat Patidar)।
আনসাঙ হিরো থেকে নয়া সুপারস্টারের উদয় । তরুণ ক্রিকেটারের নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করতেই হবে । মহসিনের শর্ট বল মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে ফেলেন পাতিদার । 28 বলে অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন । তারপর আরও বেশি বিধ্বংসী মেজাজে পাওয়া যায় ইন্দোরের ক্রিকেটারকে । অর্ধশতরানের পর টপ গিয়ারে চলে যান । ভাগ্য সবসময় সাহসীদের সহায় হয় । সেইমতো অবশ্য এ দিন ভাগ্য সহায় হল পাতিদারের । তাঁর ক্যাচ ফেলেন হুডা । তার পুরো ফায়দা তোলেন বেঙ্গালুরুর ব্যাটার । আইপিএলের মেগা নিলামে প্রথমে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি । পরে আরসিবিতে সুযোগ পান । আজ তার প্রতিদান দিলেন 28 বছরের ক্রিকেটার । ভাল ইনিংসের মর্যাদা দিতে জানে ইডেন । সে বিরাটের বদলে রজতই হোক না কেন ! তাড়িয়ে তাড়িয়ে প্রতিটা শট উপভোগ করে কলকাতার ক্রিকেটপ্রেমীরা ।