দিল্লি, 2 মে : পোলার্ড ঝড়ে থামল চেন্নাইয়ের বিজয় রথ ৷ ব্যর্থ হল আম্বাতি রায়ডুর ঝোড়ো ইনিংস ৷ পাঁচ ম্যাচ টানা জেতার পর হারল ধোনির চেন্নাই ৷
টসে জিতে ধোনিদের প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা ৷ শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের ৷ প্রথম ওভারেই 4 রান করে ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় ৷ এরপর ফাফ ও মইন আলি চেন্নাইকে সামলান ৷ দুজনের মধ্যে 98 রানের পার্টনারশিপ ৷ 36 বলে 58 রান করে বুমরার বলে ফেরেন মইন ৷ 5 টি চার এবং 5 টি ছয়ে সাজানো তাঁর ইনিংস ৷ এরপর চেন্নাইকে জোড়া ধাক্কা দেন পোলার্ড ৷ অর্ধশতরান করা ফাফ ও রায়নাকে ফিরিয়ে মুম্বইকে খেলায় ফেরান তিনি ৷ 28 বলে 50 রানের ফাফের ইনিংস সাজানো 4 টি ছয় এবং 2 টি চার দিয়ে ৷ পরের বলেই ফেরেন মিস্টার আইপিএল রায়না ৷ সংগ্রহ মাত্র দুই রান ৷ এরপর ক্রিজে এসে ঝড় তোলেন আম্বাতি রায়ডু ৷ মাত্র 27 বলে 72 রান করে অপরাজিত থাকেন ৷ 4 টি চার এবং 7 টি ছয়ে সাজানো রায়ডুর ইনিংস ৷ 22 বলে 22 রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজাও ৷ জাদেজা রায়ডুর যুগলবন্দিতে ওঠে 102 রান ৷ নির্ধারিত 20 ওভারে 218 রান তোলে হলুদ সৈনিকরা ৷ 2 ওভারে 12 রান দিয়ে পোলার্ডের 2 উইকেট ছাড়া প্রায় সমস্ত বোলারেরই ইকোনমি 10-এর উপরে ৷