পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India VS England 2nd Test : রাহুলের সেঞ্চুরি, ওপেনিং জুটিতে ভর করে বড় রানের পথে বিরাটরা - ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট

এদিন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ শুরুতে কেএল রাহুল ও রোহিত শর্মা ভাল খেলায় সুবিধা হয় ভারতের ৷ বড় রানের দিকে এগোচ্ছেন বিরাটরা ৷

s
s

By

Published : Aug 12, 2021, 10:47 PM IST

Updated : Aug 12, 2021, 11:02 PM IST

লর্ডস, 12 অগস্ট : ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভাল শুরু বিরাটদের ৷ ওপেনিং জুটিতে একশো রানের বেশি তোলেন রোহিত শর্মা ও কে এল রাহুল ৷ রোহিত 83 রানে সাজঘরে ফেরেন ৷ তবে তাঁর সঙ্গী রাহুল নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ৷ তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি ৷

বৃহস্পতিবার বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা ৷ টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ ওপেনিং জুটিতে 126 রান তোলেন রাহুল ও রোহিত ৷ কিন্তু জেমস অ্যান্ডারসনের বলে 145 বলে 83 রান করে আউট হন রোহিত শর্মা ৷ এর পর ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা ৷ তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারেননি ৷ মাত্র 9 রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পূজারা। এর পর মাঠে আসেন বিরাট কোহলি ৷ রাহুলের অর্ধশতরানের দৌলতে চা পানের আগেভাগেই ভারতের স্কোর হয় 2 উইকেটে 157 ৷ আগাগোড়া সাবলীল ব্যাটিং করেন রাহুল ৷ প্রথম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল তাঁর ৷ এবার অবশ্য সেঞ্চুরি করলেন ৷

আরও পড়ুন: Ind vs Eng : ক্রিকেটের মক্কায় আজ দ্বিতীয় টেস্ট, দুটি দলেই হচ্ছে একাধিক পরিবর্তন

ভারত যে ভাবে ব্যাট করছে তাতে করে ইংল্যান্ডের সামনে বড় টার্গেট আসার সম্ভাবনা ৷ প্রথম টেস্টের শেষ দিন বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ৷ কার্যত ভারতের জেতা টেস্ট ড্র হয় ৷ স্বভাবতই ক্রিকেটের মক্কায় দ্বিতীয় টেস্টে অধরা জয় পেতে মুখিয়ে বিরাট-রোহিত-রাহুলরা ৷

Last Updated : Aug 12, 2021, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details