আমেদাবাদ, 1 এপ্রিল: প্রথম ম্যাচেই ধোনি বিগ্রেডকে হারিয়ে অভিযান শুরু করল হার্দিক পান্ডিয়ার গুজরাত। আইপিএলের 16তম সিজনের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স ৷ তাই প্রথমে ব্যাটিং করতে হয়েছে ধোনির চেন্নাইকে। ইয়েলো ব্রিগেডের হয়ে ওপেনিংয়ে নামেন ডেভেন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড় ৷ প্রথম থেকেই ছিলেন দুরন্ত ছন্দে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গুরু ধোনির বিরুদ্ধে শেষ হাসি শিষ্য হার্দিকের। গুজরাত জিতে যায় পাঁচ উইকেটে। অন্যদিকে, সিএসকের প্রথম উইকেট তুলে নিয়ে মহম্মদ সামি আইপিএলে 100টি উইকেট নেওয়ার রেকর্ড পূর্ণ করেন।
এদিন শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন বছর ছাব্বিশের রুতুরাজ। আইপিএলের 16তম সিজনে উদ্বোধনী ম্যাচকে জমজমাট করেছেন সিএসকের এই ব্যাটারই ৷ মাত্র 8 রানের জন্য এই মরশুমের প্রথম শতরানটা হাতছাড়া হয়েছে তাঁর ৷ রুতুর শতরানের স্বপ্নে জল ঢেলে দেন গুজরাতের জোসেফ ৷ 17.1 ওভারে খেলতে নামা আলজারি জোসেফ বল করেন ঋতুকে। ব্যস! তাতেই তিনি আউট হয়ে সাজঘরে ফিরে যান ৷ 50 বলে 92 রান করে মাঠ ছাড়েন সিএসকের এই ব্যাটার ৷ পাশাপাশি, প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন গুজরাতের মহম্মদ শামি ৷ সিএসকের প্রথম উইকেট তুলে নিয়ে এই জোরে বোলার আইপিএলে 100টি উইকেট নেওয়ার রেকর্ড করেন ৷ তিন ওভারে শেষ হওয়ার আগেই ডেভন কনওয়ের উইকেট নিয়ে সামি আইপিএল কেরিয়ারের শততম উইকেট নেওয়ার নজিরটি গড়েন ৷