জয়পুর, 5 মে: ঘরের মাঠে বিধ্বস্ত রাজস্থান । ব্যাটারদের ব্যর্থতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 119 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল রয়্যালসরা । আপাত নিরীহ রান গড়তে মাত্র 83 বল খরচ করল গুজরাত টাইটান্স । মাঝে শুভমন গিল অবিবেচকের মতো স্টেপ ওভার করতে না-গেলে দুই ওপেনার মিলেই এদিন ম্যাচ শেষ করে আসতে পারতেন ।
যদিও মাঝপথে গিল ক্রিজ ছাড়লেও ম্যাচ পকেটে পুরতে কোনও সমস্যা হয়নি ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়াদের । একই সঙ্গে এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল আশিস নেহরার ছেলেরা । 10 ম্যাচে গুজরাতের সংগ্রহ 14 পয়েন্ট । রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা । 35 বলে 36 রান করেন গিল । পঞ্জাব তনয়কে ফেরান যুজবেন্দ্র চহাল । লেগস্পিনারের বল বুঝতেই পারেননি গিল । এগিয়ে এসেও বলের লাইন মিস করায় ডাগ-আউটে ফিরতে হয় তাঁকে ।
যদিও হার্দিক পান্ডিয়ার 15 বলে 39 রানে বিস্ফোরক ইনিংসের সুবাদে 37 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে গুজরাত । 34 বলে 41 রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান । এদিন টাইটান্সের হয়ে টাটা আইপিএলে 500 রান পূরণ করলেন পাপালি ।