কলকাতা, 29 এপ্রিল: ক্যাচ মিস মানে ম্যাচ মিস। বহু ব্যবহারে ক্লিশে ক্রিকেটীয় এই প্রবাদ ইডেনে নাইট ঘাতক হয়ে দেখা দিল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শুরু হয়েছিল পৌনে একঘণ্টা পরে। কিন্তু গুজরাত টাইটান্সের জয় ত্বরান্বিত হল 13 বল বাকি থাকতে। সাত উইকেটে দাপুটে জয় আদতে নাইটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের মধুর প্রতিশোধ।
চার হারের পরে জয়ে ফিরলেও তা স্থায়ী হল না। ব্যাটার বোলারদের ধারাবাহিকতার অভাবের মাঝে নাইট ফিল্ডাররা দুঃস্বপ্নের ম্যাচ শেষ করলেন। টস হেরে ব্যাট করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। গুরবাজের 39 বলে দুরন্ত 81 রানের ইনিংস নাইটদের 179তে পৌঁছে দেয়। দারুন ভাবে পাওয়ার প্লে-তে ব্যাটিং করেও নাইটদের মোট রান প্রত্যাশার চেয়ে অন্তত 20 রান আগেই থামল। বার্থ ডে বয় আন্দ্রে রাসেল 19 বলে 34 রান না করলে নাইট মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীন হতশ্রী ছবিটা আরও প্রকট হত। জেসন রয় এদিন অসুস্থতার কারণে খেলতে পারেননি। তার বদলে গুরবাজ দলে এসে নেতৃত্ব দিলেন। ফিট হয়ে মাঠে ফিরে ব্যর্থ শার্দূল ঠাকুর। ব্যর্থতার চেয়েও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নীতিশ রানা, রিঙ্কু সিংদের। ফলে যে রান আশা করা হয়েছিল দু'শো প্লাস হবে তা থামল সাত উইকেট খুইয়ে 173তে।
আরও পড়ুন: রয়ের বদলি নেমে ইডেন মাতালেন গুরবাজ, টাইটান্সকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা কেকেআরের
ইডেনে 180 রান করে জয় তুলে নেওয়া বড় চ্যালেঞ্জ। তা আরও কঠিন হয় যদি বোলিং ফিল্ডিং আঁটোসাঁটো হয়। নাইট ফিল্ডারদের মিস ফিল্ডিংয়ের প্রদর্শনী এবং উমেশ যাদব, হার্শিদ রানা, আন্দ্রে রাসেলের নির্দিষ্ট লাইনে বল করতে না পারা গুজরাতের কাজ সহজ করে দেয়। হার্দিক পাণ্ডিয়ার বোলাররা যখন প্রত্যাঘাতে নাইট ব্যাটারদের ব্যাকফুটে ঠেলেছে তখন নাইট বোলাররা দিগভ্রষ্ট। মহম্মদ শামি, জসুয়া লিটল, নুর আহমেদের শিকার যথাক্রমে তিন দুই দুই। সেখানে বরুণ চক্রবর্তী, সুহাস শর্মা উইকেট পাননি। সুনীল নারিন, আন্থ্রে রাসেল হার্শিদ রানা একটি করে উইকেট পেয়েছেন।
দিগভ্রষ্ট বোলিং, মিস ফিল্ডিংয়ের সুবিধা যেকোনও দলই হাতছাড়া করতে চায় না । গুজরাতও করেনি। শুভমান গিল (49) প্রতি ম্যাচের মতো ইডেনেও ধারাবাহিক। হার্দিক পাণ্ডিয়ার কুড়ি বলে 26-এর পাশে বিজয় শংকরের 24 বলে অপরাজিত 51 এবং ডেভিড মিলারের 18 বলে অপরাজিত 32 নাইটদের অর্ন্তজলী যাত্রা সম্পূর্ণ করে। নয় ম্যাচে ষষ্ঠ পরাজয়। প্লে-অফে কেকেআরের যাওয়ার সম্ভাবনা কঠিন হচ্ছে। শেষ এগারোটি ম্যাচে আটটি জিতে নাইটদের ফাইনালে পৌঁছানোর নজির 2021 সালে রয়েছে। কিন্তু চলতি আইপিএলে পরিস্থিতি কঠিন। তাই সাত নম্বরে দাঁড়িয়ে আশাও কার্যত শেষ বলাই যায়।