বেঙ্গালুরু, 22 মে: শতরানের পরেও তাঁকে এমন মাথা নীচু করে মাঠ ছাড়তে কমই দেখেছে দেশবাসী। সেঞ্চুরি হাঁকিয়েও ট্র্যাজিক নায়ক বিরাট কোহলির সঙ্গে এতদিন সেই অর্থে পরিচয় ছিল না দেশের ক্রিকেট অনুরাগীদের। রবিবাসরীয় চিন্নাস্বামীতে ক্রিকেট অনুরাগীরা সেই বিরাটের সঙ্গেই পরিচিত হলেন। যেখনে শতরান করেও ম্যাচ শেষে আস্ফালনে নয়, নির্বিকারে মাঠ ছাড়ছেন আন্তর্জাতিক ক্রিকেঠে সত্তরটিরও বেশি শতরানের মালিক। চিন্নাস্বামীতে 'বিরাট' মঞ্চে শতরান করে আলো কাড়লেন 23 বছরের শুভমন গিল।
যেখানে শতরানের পর ম্যাচ শেষে দলকে প্লে-অফে তুলে সতীর্থদের কাঁধে মাঠ ছাড়ার কথা ছিল কোহলির, সেখানে ধ্রুপদী ব্যাটিংয়ে অন্যভাবে গল্পের উপসংহার লিখলেন শুভমন গিল । ফলস্বরূপ, 2023 আইপিএলের প্লে-অফে যোগ্যতা অর্জনে ব্যর্থ হল ডু'প্লেসি-কোহলির আরসিবি । 197 রান তাড়া করে পাঁচ বল বাকি থাকতে 6 উইকেটে জয় তুলে নিল শীর্ষস্থানে থাকা গুজরাত টাইটান্স ।
বৃষ্টিবিঘ্নিত চিন্নাস্বামীতে এদিন কিছুক্ষণ দেরিতে ম্যাচ শুরু হলেও ওভারসংখ্যা কমেনি । ডাবল হেডারে দিনের প্রথম ম্যাচে মুম্বই দাপুটে জয় ছিনিয়ে নেওয়ার পর এই ম্যাচ 'মাস্ট উইন' হয়ে দাঁড়ায় আরসিবি'র জন্য । প্রথমে ব্যাট করে সেই ম্যাচে দু'শোর কাছকাছি রান তোলার এক এবং অদ্বিতীয় কারণ কোহলির উইলো । চার বছর পর গত ম্যাচে আইপিএলের প্রথম শতরান হাঁকানোর পর এদিন আবার শতরান করলেন 'রানমেশিন'। সেইসঙ্গে ক্রিস গেইলকে টপকে আইপিএলের ইতিহাসে সর্বাধিক শতরানের মালিক হলেন তিনি ।
আরও পড়ুন:গ্রিনের সেঞ্চুরিতে প্লে-অফের আশা জিইয়ে রাখল পলটনরা, ফর্মে ফিরলেন রোহিতও
13টি চার এবং 1টি ছয়ে 61 বলে অপরাজিত 101 রান আসে কোহলির ব্যাটে । ব্রেসওয়েল করেন 26 রান । শেষদিকে অনুজ রাওয়াতের ব্যাট থেকে আসে 15 বলে 23 রান । সবমিলিয়ে 20 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 197 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স । জবাবে ঋদ্ধিমান সাহাকে শুরুতে হারাতে হলেও দ্বিতীয় উইকেটে বিজয় শংকরকে সঙ্গে নিয়ে গুজরাতের জয়ের ভিত গড়ে দেন গিল । দ্বিতীয় উইকেটে দু'জনে যোগ করেন 123 রান । 35 বলে 53 করে শংকর আউট হলেও দুরন্ত গিল দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন । অন্তিম ওভারের প্রথম দু'টি ডেলিভারিতে পার্নেল অতিরিক্ত রান দিলেও তৃতীয়টি লং-অনের উপর দিয়ে গ্যালারিতে ফেলেন পঞ্জাব ব্যাটার । 5টি চার, 8টি ছয়ে 52 বলে 104 রান হাঁকিয়ে কোহলিদের বিদায় নিশ্চিত করেন গিল । চলতি আইপিএলে গিলেরও দ্বিতীয় শতরান এটি ।