কলকাতা, 25 মে : গোটা ক্রিকেট জীবনটাই কাটিয়েছেন নন্দনকাননে ৷ তবুও মাঠে নামার আগে জানিয়েছিলেন, ইডেন নয়, মোতেরাই হোম গ্রাউন্ড ৷ মঙ্গলবারের ম্যাচে ইডেনও খালি হাতেই ফেরাল অভিমানী ঋদ্ধিকে ৷ গুজরাত অনায়াস জয় পেলেও আইপিএলে ভাল ফর্মে থাকা পাপালি আসল ম্যাচে খাতাই খুলতে পারেননি (Fans requested Wriddhiman Saha not to leave Bengal ) ৷
মঙ্গলবারের ম্যাচে কেকেআর ছিল না, তাও গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা ৷ আগেই বিকিয়ে গিয়েছিল সমস্ত টিকিট ৷ কিন্তু তার মূলে কি সত্যিই ক্রিকেটপ্রেম ? নাকি গুজরাতের জার্সিতে ঋদ্ধি-শামি খেলছেন বলে ? যদিও ঋদ্ধির পাশাপাশি সমর্থকদের হতাশ করেছেন মহম্মদ শামিও ৷ 1টি উইকেট পেলেও 43 রান খরচ করেন শামি ৷
সাম্প্রতিক সময়ে বাংলা দলে ঋদ্ধির নির্বাচন ঘিরে বিতর্ক ঘুরেফিরে এসেছে । ভারতীয় দলের ভবিষ্যত দলের পরিকল্পনায় নাম নেই জানতে পেরেই ঋদ্ধিমান রঞ্জি খেলার আগ্রহ হারিয়েছেন । মরশুমের শুরুতেই জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে এই মরসুমে রাজ্য দলের প্রতিনিধিত্ব করতে রাজি নন । ঋদ্ধিমানের সঙ্গে কথা না বলেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তাঁকে দলে রেখেছিল সিএবি । সম্প্রতি সিএবি-র থেকে মৌখিকভাবে নো-অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন । মৌখিকভাবে এনওসি চাওয়ার পরেই প্রশ্ন উঠেছে, বঙ্গের উইকেটরক্ষক কি অন্য রাজ্যের হয়ে পরের মরশুম খেলবেন ।