পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

DC vs RR : রয়্যালসদের 155 রানের টার্গেট দিল ক্য়াপিটালস

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিং দাপট দেখালেও রাজস্থান রয়্যালস বোলারদের বিরুদ্ধে সেভাবে সুবিধা করতে পারেননি দিল্লি ক্যাপিটালস ব্যাটাররা ৷ প্রথম ব্যাটিং করে 6 উইকেটে 154 রান তোলে ঋষভ পন্থরা ৷ শুরুতেই দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ ডাগ-আউটে ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ক্যাপিটালস ৷

DC vs RR
রয়্যালসদের 155 রানের টার্গেট দিল ক্য়াপিটালস

By

Published : Sep 25, 2021, 5:55 PM IST

Updated : Sep 25, 2021, 6:47 PM IST

আবুধাবি, 25 সেপ্টেম্বর : প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিং দাপট দেখালেও রাজস্থান রয়্যালস বোলারদের বিরুদ্ধে সেভাবে সুবিধা করতে পারলেন না দিল্লি ক্যাপিটালস ব্যাটাররা ৷ প্রথম ব্যাটিং করে 6 উইকেটে 154 রান তোলেন ঋষভ পন্থরা ৷ শুরুতেই দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ ডাগ-আউটে ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ক্যাপিটালস ৷ তবে শ্রেয়স আইয়ার ও ক্যাপ্টেন পন্থের লড়াইয়ে ম্যাচে ফেরে তারা ৷ দিল্লি ইনিংসে সর্বোচ্চ 43 রান করেন আইয়ার ৷

প্রথম ম্যাচেই ব়য়্যালসের হাতে ম্যাচ তুলে দিয়েছিল ত্যাগীর ডেথ বোলিং ৷ উত্তরপ্রদেশের বছর কুড়ির তরুণ পেসারের দুরন্ত বোলিংয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ওভারে ম্যাচ জিতেছিল রাজস্থান ৷ এদিন দিল্লির বিরুদ্ধে দলকে ভাল শুরু দেন সেই ত্যাগী ৷ ইনিংসের চতুর্থ ওভারে শিখর ধাওয়ানের স্টাম্প ছিটকে দেন তিনি ৷ ব্যক্তিগত 8 রানে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান ৷ তাঁর ওপেনিং পার্টনার পৃথ্বীও স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷ বক্তিগত 10 রানে পৃথ্বীকে ফেরান চেতন সাকারিয়া ৷ মাত্র 21 রানে দুই ওপেনারকে হারায় দিল্লি ৷

আরও পড়ুন :এবার ইপিএলে খেলবেন শাহিদ আফ্রিদি

তারপর ক্যাপিটালসের হাল ধরেন ক্যাপ্টেন পন্থ ও প্রাক্তন ক্যাপ্টেন আইয়ার ৷ তৃতীয় উইকেটে দু'জনে 82 রান যোগ করেন ৷ পন্থ 24 রানে আউঠ হলেও ইনিংসকে এগিয়ে নিয়ে যান আইয়ার ৷ 32 বলে 43 রান করে আউট হন প্রাক্তন অধিনায়ক ৷ দু'টি ছয় ও একটি বাউন্ডারি মারেন তিনি ৷ এরপর 16 বলে পাঁচটি বাউন্ডারি-সহ 28 রানের ঝোড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার ৷ এছাড়া ললিত যদব 14 ও অক্ষর প্যাটেল 12 রান করেন ৷ শুরুটা ভাল করলেও এদিন বেশি রান খরচ করেন ত্যাগী ৷ 4 ওভারে 40 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷ তবে মুস্তাফিজুর রহমান ও রাহুল তেওটিয়া দারুণ বোলিং করেন ৷ মুস্তাফিজুর 4 ওভারের 22 রান দিয়ে 2টি এবং তেওটিয়া 3 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট তুলে নেন ৷

Last Updated : Sep 25, 2021, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details