ধরমশালা, 18 মে: আইপিএলের প্লে-অফের স্বপ্ন ভাঙার পর, ছন্দে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। দিল্লির সৌরভে মাতোয়ারা ধরমশালা। পঞ্জাব 'বধ' করে টুর্নামেন্টের শেষলগ্নে এসে জ্বলে উঠল সৌরভের দল। রিলি রসৌয়ের দুরন্ত ব্যাটিং, বল হাতে ইশান্ত শর্মা-অনরিখ নর্ৎজের দাপটে পাহাড়ের কোলে পর্যুদস্ত পঞ্জাব কিংস। এদিন প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 213 রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিল পঞ্জাবও। 198 রানেই থেমে গেল শিখর ধাওয়ানের দল। এদিন প্রীতি জিন্টার দল হারায়, সুবিধে পেয়ে গেল শাহরুখ খানের টিম।
টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ধাওয়ান। এদিন খাতাই খুলতে পারেননি অধিনায়ক। বড় রান করতে পারেননি আরেক ওপেনার প্রভসিমরন সিংও। সেখান থেকে দলকে টানলেন লিয়াম লিভিংস্টোন। যোগ্য সঙ্গত করলেন অথর্ব তাইডেও। মাত্র 48 বলে 94 রান করেন লিভিংস্টোন। একসময় ম্যাচ প্রায় নিজেদের দিকে নিয়ে চলে এসেছিল তাঁর ব্যাট। যদিও শেষদিকে এসে ইশান্ত শর্মার বলে লিয়াম ডাগ-আউটে ফিরতেই পঞ্জাবের যাবতীয় আশা শেষ হয়ে যায়।