পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: শেষ চারের লড়াই থেকে বাদ পড়েও জ্বলে উঠল দিল্লি, পঞ্জাব হারায় সুবিধে হল কেকেআরের

পঞ্জাব কিংসকে হারিয়ে কেকেআরের প্লে-অফের লড়াইকে কিছুটা সুবিধে করে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস ৷ বুধবার ধরমশালার মাঠে পঞ্জাব কিংসকে 15 রানে হারিয়ে দিলেন ডেভিড ওয়ার্নাররা ৷ প্রথমে ব্যাট করতে নেমে 2 উইকেট দিয়ে 212 রান তোলে দিল্লি। জবাবে শিখর ধাওয়ানরা 8 উইকেট দিয়ে 198 রানে থমে যান।

IPL 2023
শেষ চারের লড়াই থেকে বাদ পড়েও জ্বলে উঠল দিল্লি

By

Published : May 18, 2023, 6:50 AM IST

Updated : May 18, 2023, 10:52 AM IST

ধরমশালা, 18 মে: আইপিএলের প্লে-অফের স্বপ্ন ভাঙার পর, ছন্দে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। দিল্লির সৌরভে মাতোয়ারা ধরমশালা। পঞ্জাব 'বধ' করে টুর্নামেন্টের শেষলগ্নে এসে জ্বলে উঠল সৌরভের দল। রিলি রসৌয়ের দুরন্ত ব্যাটিং, বল হাতে ইশান্ত শর্মা-অনরিখ নর্ৎজের দাপটে পাহাড়ের কোলে পর্যুদস্ত পঞ্জাব কিংস। এদিন প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 213 রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিল পঞ্জাবও। 198 রানেই থেমে গেল শিখর ধাওয়ানের দল। এদিন প্রীতি জিন্টার দল হারায়, সুবিধে পেয়ে গেল শাহরুখ খানের টিম।

টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ধাওয়ান। এদিন খাতাই খুলতে পারেননি অধিনায়ক। বড় রান করতে পারেননি আরেক ওপেনার প্রভসিমরন সিংও। সেখান থেকে দলকে টানলেন লিয়াম লিভিংস্টোন। যোগ্য সঙ্গত করলেন অথর্ব তাইডেও। মাত্র 48 বলে 94 রান করেন লিভিংস্টোন। একসময় ম্যাচ প্রায় নিজেদের দিকে নিয়ে চলে এসেছিল তাঁর ব্যাট। যদিও শেষদিকে এসে ইশান্ত শর্মার বলে লিয়াম ডাগ-আউটে ফিরতেই পঞ্জাবের যাবতীয় আশা শেষ হয়ে যায়।

আরও পড়ুন:মুম্বইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে লখনউ, আরও চাপে কেকেআর

অন্যদিকে, তাইডের সংগ্রহ 42 বলে 55। আহত হয়ে বাইশ গজ ছাড়েন বিদর্ভের তরুণ ক্রিকেটার। জিতেশ শর্মা, শাহরুখ খান, স্যাম কুরানের ব্যাটে খানিক সঙ্গ পেলে এদিন ম্যাচ জিতেও যেতে পারত প্রীতি জিন্টার দল। দু'টি করে উইকেট এসেছে অনরিখ নর্ৎজে, ইশান্ত শর্মার ঝুলিতে। প্রথমে ব্যাট করতে নেমে এদিন দুরন্ত খেলেন দিল্লির ব্যাটাররা। ডেভিড ওয়ার্নার, রিলি রসৌয়ের পাশাপাশি ঝড় তুলেছিলেন পৃথ্বী শ'ও। পুরো টুর্নামেন্টে নিস্প্রভ থাকার পর শেষলগ্নে এসে জ্বলে উঠলেন পৃথ্বী। জ্বলে উঠল দিল্লিও। সৌরভ-পান্টারের ছেলেরা এই খেলাটাই শুরু থেকে খেলতে পারতে পয়েন্ট টেবিলে অন্য জায়গায় থাকত রাজধানীর দল। যদিও এই ম্যাচ জিতেও বিশেষ কোনও লাভ হল না-তাঁদের । 13 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 9 নম্বরে রয়েছে ক্যাপিটালস ৷

Last Updated : May 18, 2023, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details