দুবাই, 10 অক্টোবর : 2021 আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ৷ গুরু-শিষ্যের লড়াইয়ে দুবাইয়ে টস জিতলেন গুরু ৷ টস জিতে ঋষভ পন্থের দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠালেন মহেন্দ্র সিং ধোনি ৷
টি-20 বিশ্বকাপের আগে আইপিএল প্লে-অফ ঘিরে এমনিতেই সরগরম আমিরশাহির রাজধানী শহর ৷ তাতে আলাদা মাত্রা যোগ করেছে ধোনি-পন্থের লড়াই ৷ চলতি মরশুমে পরে রান তাড়া করে ম্যাচ হারেনি চেন্নাই সুপার কিংস ৷ সেকথা মাথায় রেখেই কি টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত ? ধোনি জানালেন, দুবাইয়ের পিচে কোনও কিছুই সহজ নয় ৷ তবে ফাস্ট বোলারদের সুবিধার কথা মাথায় রেখেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ৷ লিগ স্টেজের শেষ তিন ম্যাচে হার চিন্তায় রাখলেও গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই কোয়ালিফায়ার যুদ্ধে নামছে সিএসকে ৷
টস হেরে পন্থ জানান, জিতলে তিনিও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন ৷ যদিও চলতি মরশুমে প্রথমে ব্যাটিং করে বহু ম্যাচ জেতায় খুব একটা ভাবিত নন দিল্লি অধিনায়ক ৷ তবে অধিনায়ক হিসেবে প্রথম কোয়ালিফায়ার হওয়ায় কিছুটা নার্ভাস তিনি, জানান পন্থ ৷ দলে একটি পরিবর্তন নিয়ে কোয়ালিফায়ার যুদ্ধে অবতীর্ণ হয়েছে দিল্লি ৷ রিপন প্যাটেলের পরিবর্তে দলে এলেন টম কারেন ৷