পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ, সুপার জায়েন্টসকে কঠিন টার্গেট দিল সিএসকে

টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠালেন এলএসজি অধিনায়ক । প্রত্যাবর্তনের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া চেন্নাই সুপার কিংস । শুরুটা দারুণ করেন সিএসকে-র দুই ওপেনার ৷ লখনউ সুপার জায়েন্টসের সামনে 218 রানের লক্ষমাত্রা দিল ধোনি অ্যান্ড কোং ৷

IPL 2023
ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ

By

Published : Apr 3, 2023, 7:19 PM IST

Updated : Apr 3, 2023, 9:39 PM IST

চিপক, 3 এপ্রিল: আমেদাবাদে গুজরাত জায়েন্টসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান করলেও দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু করল চেন্নাই সুপার কিংস ৷ চিপকে প্রথম ব্যাটিং করে লখনউ সুপার জায়েন্টসেক সামনে 218 রানের লক্ষ্যমাত্রা রাখল ধোনি অ্যান্ড কোং ৷

ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টানারশিপে দলকে স্বপ্নের শুরু দেন রুতরাজ গায়কোয়াড ও ডেভন কনওয়ে ৷ দুরন্ত হাফ-সেঞ্চুরি আসে রুতরাজের ব্যাট থেকে ৷ মাত্র 31 বলে চার ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্যে 57 রানের ইনিংস খেলেন ধোনির দলের এই ওপেনার ৷ কনওয়ের অবদান 29 বলে 47 ৷ ঝোড়ো ইনিংসে 2টি ছয় ও পাঁচটি বাউন্ডারি হাঁকান বাঁ-হাতি সিএসকে ব্যাটার ৷

সিএসকে যখন দুই ওপেনারকে হারায়, স্কোরবোর্ডে তখন রান 118 ৷ এর পর শিভম দুবের 16 বলে 27 এবং মোয়েন আলির 13 বলে 19 রান দলকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করে ৷ বেন স্টোকস কিছু করতে না-পারলেও অম্বাতি রায়ডুর 14 বলে 27 এবং ক্যাপ্টেন মাহির 3 বলে দুই ছক্কায় 12 রান চেন্নাইকে বড় রানে পৌঁছে দেন ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 217 রান তোলে সিএসকে ৷ সুপার জায়েন্টসের সেরা বেলার রবি বিষ্ণুই ৷ চার ওভারে মাত্র 28 রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি ৷

প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে মাহির বল্লা চললেও ম্যাচ জিতে ফিরতে পারেনি 'ধোনি অ্যান্ড কোং' । হার্দিক পান্ডিয়ার ঘরের মাঠ ভরিয়ে ফেলেছিল ইয়েলো ব্রিগেড । গ্যালারির ক্রমাগত তাতানিতে ভালো পারফর্ম করেও শেষ পর্যন্ত হেরে যায় চেন্নাই । অন্যদিকে, প্রথমবারে দুরন্ত পারফর্ম করা লখনউ দ্বিতীয় সিজনেও তাদের ফর্ম ধরে রেখেছে । প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে দিল্লিকে উড়িয়ে দিয়েছে এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামে ৷ তবে চিপকে 217 রান তাড়া করে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হবে সুপার জায়েন্টসদের ৷

আরও পড়ুন: চিন্নাস্বামীতে 'বিরাট' প্রত্যাবর্তন, চিপকে 'মসিহা' হয়ে উঠতে পারবেন মাহি ?

চেন্নাই সুপার কিংস একাদশ:ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মোয়েন আলি, বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, আম্বাতি রায়ডু, মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকর

লখনউ সুপার জায়ান্টস একাদশ: কে এল রাহুল, কেইল মায়ার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), দীপক হুডা, মার্কাস স্টয়নিস, আয়ুষ বাদোনি, ক্রণাল পান্ড্য, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, আবেশ খান, মার্ক উড

আরও পড়ুন: সরে গিয়েছে রিস টপলের কাঁধের হাড়, স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আরসিবি

Last Updated : Apr 3, 2023, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details