পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gavaskar on Hardik Calmness: হার্দিকের শান্ত স্বভাব ধোনির কথা মনে করায়, পর্যবেক্ষণ গাভাসকরের

ক্রিকেট মাঠে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার শান্ত স্বভাবে মুগ্ধ সুনীল গাভাসকর ৷ আর হার্দিকের এই নয়া রূপ তাঁকে ধোনির কথা মনে করায় বলে জানালেন সানি ৷ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে একথা বলে সুনীল গাভাসকর ৷

Gavaskar on Hardik Calmness ETV BHARAT
Gavaskar on Hardik Calmness

By

Published : May 27, 2023, 12:19 PM IST

আমেদাবাদ, 27 মে: ক্রিকেট মাঠে শান্ত ও ঠান্ডা মাথার অধিনায়কের কথা বললে একটাই নাম মনে আসে - মহেন্দ্র সিং ধোনি ৷ তবে, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন 3 বছর হয়ে গিয়েছে ৷ কিন্তু, সুনীল গাভাসকর ধোনিকে খুঁজে পেয়েছেন হার্দিক পান্ডিয়ার মধ্যে। আইপিএল-এ ধারাভাষ্য দেওয়ার সময় এমনটাই ইঙ্গিত করলেন সানি ৷ জানালেন, দলের মধ্যে হার্দিক পান্ডিয়া যে শান্তির পরিবেশ তৈরি করেছেন তা দেখলে মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে ৷

আর এই মনে হওয়াটা অস্বাভাবিক নয় ৷ হার্দিক নিজে স্বীকার করেছেন, তিনি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শিখেছেন কীভাবে চাপ সামলাতে হয় ৷ পাশাপাশি কীভাবে কঠিন পরিস্থিতিতে দলের পাশে থেকে সকলকে শান্ত রাখতে হয় সে শিক্ষাও পেয়েছেন ধোনির থেকেই ৷ আর সেটাই তিনি এই দু’বছরে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে করে আসছেন ৷ এমনকী টি-20 আন্তর্জাতিকে অল্প সংখ্যক ম্যাচে হলেও, হার্দিকের সেই শান্ত ও ঠান্ডা মাথায় অধিনায়কত্ব দেখা গিয়েছে ৷ আর তাই রবিবারের আইপিএল ফাইনালকে গুরু-শিষ্যের দ্বৈরথ বলছে ক্রিকেট বিশ্বের একটা বড় অংশ ৷

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্স তাদের দ্বিতীয় মরশুমেও ফাইনালে উঠেছে ৷ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 62 রানে জিতেছেন হার্দিক পান্ডিয়ারা ৷

এই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় সানি বলেন, "ধোনির প্রতি প্রকাশ্যে নিজের ভালোবাসা এবং শ্রদ্ধা দেখান হার্দিক ৷ ঠিক এভাবে বাকিরা ধোনির কেরিয়ারকে ফলো করে ৷ কিন্তু, যখনই তাঁরা ম্যাচ খেলতে নামেন, তখন পুরো আলাদা পরিবেশ তৈরি হয়ে যায় ৷ এটাই হার্দিক পান্ডিয়ার জন্য খুব ভালো সুযোগ যে তিনি কত দ্রুত শিখছেন, তা দেখানোর ৷"

তবে, হার্দিক বরাবরই চঞ্চল এবং আগ্রাসী ক্রিকেটার ছিলেন ৷ সানির কথায়, "গতবার যখন গুজরাতের অধিনায়ক হিসেবে হার্দিক দায়িত্ব পেয়েছিলেন, তখন কেউ জানত না, তিনি কী করবেন ! কিন্তু, সেখান থেকেই দলের মধ্যে একটা শান্তভাব নিয়ে এসেছিলেন ভারতীয় দলের সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটা ৷ যা সকলকে অবাক করে দিয়েছিল ৷"

আরও পড়ুন:'প্রতি বল ধরে ইনিংস সাজিয়েছি', আইপিএলের তৃতীয় শতরানের রহস্য ফাঁস শুভমনের

গাভাসকর আরও বলেন, ‘‘গত বছর যখন হার্দিক প্রথমবারের মতো অধিনায়কত্ব করছিলেন, তখন তাঁর থেকে কেউ কিছুই আশা করেনি ৷ কারণ তিনি ছিলেন সবচেয়ে চঞ্চল এবং আগ্রাসী ক্রিকেটারদের একজন ৷ কিন্তু, যে শান্ত পরিবেশ তিনি দলের মধ্যে এনেছেন, তা এমএসডি-র কথা মনে করিয়ে দেয় ৷ এটা সবচেয়ে খুশি থাকা একটা দল ৷ ঠিক যেটা সিএসকে-এর ক্ষেত্রে দেখা যায় ৷ আর এর জন্য হার্দিকের অনেক প্রশংসা প্রাপ্য ৷"

আরও পড়ুন:'জাদুকর' অ্যাখ্যা দিয়ে ধোনির প্রশংসায় হেডেন

পাশাপাশি, কোচ হিসেবে আশিস নেহরারও প্রশংসা করেন সুনীল গাভাসকর ৷ ড্রেসিংরুমে দলের পরিবেশকে চাঙ্গা রাখতে আশিস নেহরার থেকে ভালো ব্যক্তি কেউ হতে পারে না বলে তিনি মনে করেন ৷ নেহেরা ক্রিকেটার হিসেবে এই কাজটাই আগাগোড়া করে এসেছেন ৷ এখন কোচ হিসেবেও করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details