মুম্বই, 23 মার্চ: 31 মার্চ থেকে শুরু হচ্ছে হাই-প্রোফাইল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল) ৷ তবে এই নিয়ে মাতামাতির জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হারটা ভুলে যাওয়া উচিত নয় ভারতীয় দলের ক্রিকেটারদের ৷ আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়াকে এভাবেই সতর্ক করলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর (Gavaskar Warns India)।
বুধবার চেন্নাইয়ে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে 21 রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে 1-2 ব্যবধানে সিরিজ খুঁইয়েছে রোহিত অ্যান্ডে কোং ৷ তারই প্রেক্ষিতে কিংবদন্তি ব্যাটার গাভাসকর মনে করিয়ে দেন, অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হতে পারে রোহিত শর্মাদের ।
স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "সামনেই আইপিএল (IPL 2023) শুরু হচ্ছে (31 মার্চ)। তবে এই সিরিজে পরাজয় ভুলে যাওয়া উচিত নয় । ভারতীয় ক্রিকেটারদের এই হার মনে রাখা উচিত ৷ কারণ বিশ্বকাপে ভারতকে এই অস্ট্রেলিয়ারই মুখোমুখি হতে পারে।" তাঁর মতে, তৃতীয় একদিনের ম্যাচে পরাজয়ের কারণ হল চাপ তৈরি করেছিল অজিরা । ভারতীয় ব্যাটাররা সিঙ্গলসও নিতে পারেননি । এ রকম ঘটনা ঘটলে, এমন কিছু চেষ্টা করতে হয় যেই খেলায় ব্যাটাররা অভ্যস্ত নন ৷ সে দিকটাতেই নজর দিতে হবে বলে মনে করেন গাভাসকর ৷