কোচি, 9 নভেম্বর: আইপিএলের নিলামের দিন ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড । 23 ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (Indian Premier League) আসন্ন সংস্করণের নিলাম কোচিতে অনুষ্ঠিত হবে । বিসিসিআই জানিয়ে দিয়েছে, গতবার নিলাম শেষে দলগুলির কাছে যে পরিমাণ অবশিষ্ট টাকা রয়েছে, তা এবারের নিলামে খরচ করতে পারবে দলগুলি । একই সঙ্গে, প্রতিটি ফ্যাঞ্চাইজি আরও 5 কোটি টাকা ব্যবহার করতে পারবে ।
পঞ্জাব কিংসের কাছে সবচেয়ে বেশি 3.45 কোটি টাকা রয়েছে । গত বছরের নিলামের পরে, লখনউ সুপার জায়ান্টস তাদের নিলামের টাকার কোটা শেষ করে ফেলেছে । চেন্নাই সুপার কিংসের কাছে 2.95 কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 1.55 কোটি টাকা, রাজস্থান রয়্যালস 0.95 কোটি বা টাকা এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে 0.45 কোটি টাকা অবশিষ্ট রয়েছে ।