হায়দরাবাদ, 18 অক্টোবর : অ্যামেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন আলি খান ৷ কিন্তু চোটের কারণে টুর্নামেন্টে কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় তাঁকে ৷ ক্যারিবায়ান প্রিমিয়ার লিগ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি ৷ কিন্তু সুস্থ হতে পারেননি তিনি ৷ সূত্রের খবর তাঁর পরবর্ত হিসেবে নিউজ়িল্যান্ড ক্রিকেটার টিম সেইফার্টকে দলে নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ৷
29 বছরের আলি খান KKR-এ যোগ দিয়েছিলেন ইংলিশ পেস বোলার হ্যারি গুরনের পরিবর্ত হিসেবে ৷ কাধেঁ চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুরনে ৷